প্রতিবেদন : রাজ্য সরকার নতুন বছরের প্রথম দিন থেকেই রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও মজবুত করার ওপর জোর দিয়েছে। রাজ্যের নতুন মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা ও স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী রবিবার দায়িত্ব নেওয়ার পর সোমবার সব জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে জেলাশাসকদের নিজের নিজের জেলায় আইনশৃঙ্খলায় আরও জোর দিতে বলা হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আরও গতি আনতে তিনি নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন-দিনের কবিতা
সূত্রের খবর, এদিন বৈঠকের শুরুতেই ভগবতীপ্রসাদ জেলাশাসকদের বলেন, ‘উন্নয়নমূলক কাজ আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে হবে। জেলার উন্নয়নের জন্য জেলাশাসকরা তাঁদের নিজেদের পরিকল্পনার কথা বলতে পারেন।’ তারপরই মুখ্যসচিব বলেন, ‘নতুন বছরে অনেক শুভেচ্ছা রইল। নতুন বছরের প্রথম দিন থেকেই জেলায় আইনশৃঙ্খলায় জোর দিতে হবে।’ মুখ্যসচিবের পাশাপাশি এদিনের বৈঠকে স্বরাষ্ট্রসচিব নন্দিনী
চক্রবর্তী জেলাশাসকদের বলেন, ‘আইনশৃঙ্খলার বিষয় পুলিশ সুপাররা দেখবেন। কিন্তু আপনারা প্রতিনিয়ত তাঁদের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবেন। যাতে কোথাও কোনওভাবেই আইনশৃঙ্খলার কোনও অবনতি না হয়।’
আরও পড়ুন-লুইস ব্রেইল দিবস
উল্লেখ্য, বছর শেষে রাজ্যের পুলিশ ও প্রশাসনিক পদে বড় রদবদল ঘটেছে। বিশেষত, রাজ্যের মুখ্যসচিব ও ডিজির কর্মজীবনের মেয়াদ শেষ হওয়ায় সেই রদ-বদল জরুরি হয়ে পড়েছিল। হরিকৃষ্ণ দ্বিবেদীর জায়গায় ভগবতীপ্রসাদকে মুখ্যসচিব হিসেবে বেছে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন রাজ্যের স্বরাষ্ট্রসচিব পদের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। বিপি গোপালিকাকে মুখ্যসচিব করায় তাঁর স্বরাষ্ট্রসচিব পদে দায়িত্ব দেওয়া হয় নন্দিনী চক্রবর্তীকে। রাজ্য পুলিশের নতুন ডিজি করা হয়েছে রাজীব কুমারকে।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…