বেকারদের প্রশিক্ষণ দিয়ে চাকরির সুযোগ রাজ্যে

বেকারদের বিভিন্ন কারিগরি শিল্পে প্রশিক্ষণ দিয়ে তাদের জন্য স্থায়ী কাজের ব্যবস্থা করতে উদ্যোগ নিয়েছে শ্রম দফতর।

Must read

সংবাদদাতা, আসানসোল : কর্মসংস্থানের বিস্তার ঘটাতে ইতিমধ্যেই রাজ্যে নেওয়া হয়েছে বেশ কয়েকটি মেগা প্রকল্প। বেকারদের বিভিন্ন কারিগরি শিল্পে প্রশিক্ষণ দিয়ে তাদের জন্য স্থায়ী কাজের ব্যবস্থা করতে উদ্যোগ নিয়েছে শ্রম দফতর। বেকারদের প্রশিক্ষণের জন্য আসানসোলে নির্মিত হচ্ছে একটি অত্যাধুনিক প্রশিক্ষণ কেন্দ্র। সম্প্রতি ওই কেন্দ্রটি পরিদর্শন করে গেলেন শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না।

আরও পড়ুন-বিরোধী নেতাকে যোগ্য জবাব দিলেন কুণাল

এই কেন্দ্র থেকেই দুই বর্ধমান ছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম জেলার বেকার তরুণ, তরুণীদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। নির্মীয়মাণ এই প্রশিক্ষণ কেন্দ্রটির পরিকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, মূলত আসানসোল, দুর্গাপুর ও পুরুলিয়ার রঘুনাথপুর শিল্পক্ষেত্রের কথা মাথায় রেখেই এখানে এই প্রশিক্ষণ কেন্দ্রটি গড়ে তোলা হচ্ছে। এখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মহীনদের স্থায়ী চাকরির ব্যবস্থা করা হবে। এ ছাড়াও পুরুষ ও মহিলাদের জন্য বিভিন্ন হাতের কাজের প্রশিক্ষণও এখান থেকেই দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

আরও পড়ুন-শ্মশান কেলেঙ্কারির তথ্য জমা আদালতে

বেচারামবাবু বলেন, সম্প্রতি ‘কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি’-র কর্ণধারদের সঙ্গে বৈঠকে স্থির হয়েছে, এই বণিক সংগঠনের অধীনে থাকা সমস্ত শিল্পে কর্মী নিয়োগের আগে বিশেষজ্ঞদের দিয়ে স্থানীয় বেকারদের উপযুক্ত কারিগরি প্রশিক্ষণ দিয়ে তবেই নিয়োগ করা হবে। মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী বিভিন্ন শিল্পে ঠিকাকর্মীদের পে-স্লিপ দেওয়ার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়ে গিয়েছিলেন। পে-স্লিপ নিয়ে অত্যন্ত কড়া শ্রমমন্ত্রক।

Latest article