কল্যাণী এইমস-এর নিয়োগ দুর্নীতির মামলায়, বিজেপি বিধায়কের কন্যাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ সিআইডির

বিজেপির দুই বিধায়কের এই কাজে তোলপাড় হয়েছে রাজ্য-রাজনীতি। যদিও মেয়েকে জিজ্ঞাসাবাদের পর মুখ খোলেননি বিজেপি বিধায়ক।

Must read

প্রতিবেদন : কল্যাণী এইমসের নিয়োগ দুর্নীতি মামলায় বাঁকুড়ার বিজেপি বিধায়কের মেয়ে মৈত্রী দানাকে প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন সিআইডি আধিকারিকরা। শুক্রবার দুপুর একটা নাগাদ পুলিশকে সঙ্গে নিয়ে বাঁকুড়ায় বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার বাড়িতে যান রাজ্য গোয়েন্দা সংস্থার ৪ আধিকারিক।

আরও পড়ুন-বেকারদের প্রশিক্ষণ দিয়ে চাকরির সুযোগ রাজ্যে

বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে কীভাবে চাকরি পেয়েছেন তা জানতেই সিআইডি জিজ্ঞাসাবাদ করে। গোটা বক্তব্যের ভিডিওগ্রাফি হচ্ছে। উল্লেখ্য, এই নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই জেরা করা হয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানো আর এক বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনসুয়া ঘোষকে। দিনকয়েক আগে ওই বিধায়কের চাকদহের বাড়িতে গিয়ে সিআইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন। ওই দিনই বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানা রাস্তায় দাঁড়িয়ে হাতে মাইক নিয়ে ছাপার অযোগ্য ভাষায় তৃণমূল কংগ্রেসের নেতাদের হুমকি দেন। একে নিয়োগ দুর্নীতি তার ওপর কুৎসিত মন্তব্য। বিজেপির দুই বিধায়কের এই কাজে তোলপাড় হয়েছে রাজ্য-রাজনীতি। যদিও মেয়েকে জিজ্ঞাসাবাদের পর মুখ খোলেননি বিজেপি বিধায়ক।

Latest article