আবুধাবি, ২৭ অক্টোবর : দ্বিতীয় ম্যাচেও জিতল ইংল্যান্ড। এবং সহজেই। বুধবার শেখ জায়েদ স্টেডিয়ামে তারা বাংলাদেশকে হারাল ৮ উইকেটে। ১২৫ রানের টার্গেট সামনে রেখে দুই ইংলিশ ওপেনার জেসন রয় ও জস বাটলার শাকিব-মুস্তাফিজুরদের চ্যালেঞ্জ ঠেলে সহজেই দলকে এগিয়ে নিয়ে যান। বাটলার ১৮ রানে নাসুম আহমেদের বলে ফিরে গেলেও রয় ও দাভিড মালান ধীরে ধীরে দলকে শক্ত জমির উপর দাঁড় করিয়ে দেন। পাঁচটি চার ও তিনটি ছক্কা সহযোগে জেসন রয় যখন ৬১ রান করে আউট হন, ইংল্যান্ডের জয় ততক্ষণে নিশ্চিত হয়ে গিয়েছিল। শেষপর্যন্ত ১৪.১ ওভারে দুই উইকেটে ১২৬ রান তুলে জিতল ইংল্যান্ড। মালান ২৮ ও জনি বেয়ারস্টো ৮ রানে অপরাজিত থেকে যান।
আরও পড়ুন : ভারতের বিরুদ্ধে অনিশ্চিত গাপ্টিল
আবুধাবির উইকেটে বোলারদের জন্য কিছু ছিল না। কিন্তু স্লো উইকেটে বাংলাদেশ ব্যাটসম্যানদের শুরু থেকে চাপে ফেলে দেন মইন আলি ও টাইমাল মিলস। দু’জনেই তিনটি করে উইকেট নিয়েছেন। প্রথমে ব্যাট করে ২৬ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বাংলাদেশ যে চাপে পড়েছিল, তা থেকে তারা বেরোতে পারেনি।২০ ওভারে ৯ উইকেটে তারা তুলেছে ১২৪ রান। যেটা ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইন-আপের সামনে বিরাট কোনো টার্গেট ছিল না।
বাংলাদেশের ইনিংসে সবথেকে বেশি রান মুশফিকুর রহিমের ২৯। অধিনায়ক মাহমুদউল্লাহ করেন ১৯ রান। দুই ওপেনার লিটন দাস (৯) ও মহম্মদ নইমকে (৫) শুরুতেই ফিরিয়ে কাজের করে করে দেন মইন। তিনে নামা শাকিবকে (৪) ফিরিয়েছেন ক্রিস ওকস। এরপর থেকে নিয়মিত উইকেট হারিয়েছে বাংলাদেশ। শেষপর্যন্ত তারা যে রান তুলল, সেটা দুই উইকেট হারিয়ে তুলে নেয় ইংল্যান্ড। তখনও বাকি ছিল ৩৫ বল।