গ্রামে ইংরেজি স্কুল, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে মিছিল

রাজাডাঙা গ্রাম পঞ্চায়েতের চারটি গ্রাম, দুটি বড় চা-বাগান এবং দুটি বনবস্তির ছেলেমেয়েরা এই স্কুলে পড়ার সুযোগ পাবে।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : প্রত্যন্ত গ্রামীণ এলাকায় ইংরেজি মাধ্যম স্কুলের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রান্তি ব্লকের কাঠামবাড়ির বাসিন্দাদের তিনি কথা দেন, দ্রুত এই স্কুল তৈরি হবে। এলাকার মানুষও খুব খুশি এই ঘোষণার পর। তাঁকে ধন্যবাদ জানাতে বৃহস্পতিবার মিছিল করলেন গ্রামের বাসিন্দারা। ক্রান্তি ব্লকের প্রত্যন্ত এলাকা দক্ষিণ হাঁসখালির কাঠামবাড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে এই স্কুলটি তৈরি হচ্ছে।

আরও পড়ুন-কৃষ্ণ জন্মভূমি বি.তর্কের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ নি.র্দেশ আদালতের

গত ১১ ডিসেম্বর বানারহাটের সভা থেকে মাইনরিটি মডেলের অংশ হিসেবে স্কুলটির শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। রাজাডাঙা গ্রাম পঞ্চায়েতের চারটি গ্রাম, দুটি বড় চা-বাগান এবং দুটি বনবস্তির ছেলেমেয়েরা এই স্কুলে পড়ার সুযোগ পাবে। উচ্চমাধ্যমিক স্তরের এই স্কুলে পড়াশোনা করে এলাকার ছেলেমেয়েদের শিক্ষার ভিত শক্ত হবে। যা আগামীতে উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের ব্যাপক সাহায্য করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মানবিক’ আখ্যা দিয়ে ক্রান্তি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মেহেবুব আলম জানান, এলাকার মানুষের কথা চিন্তা করে এই ইংরেজি মাধ্যম স্কুলের অনুমোদন দিয়ে তার শিলান্যাস করেছে মুখ্যমন্ত্রী। খুব তাড়াতাড়ি এই স্কুলের কাজ শেষ হবে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানাতে বৃহস্পতিবার রাজাডাঙা অঞ্চলে মেহেবুব আলমের নেতৃত্বে একটি ধন্যবাদ মিছিল করেন তাঁরা। প্রচুর সাধারণ মানুষ এই মিছিলে অংশ নেন।

Latest article