লম্বা সফর উপভোগ করেছি: ১৫০তম ম্যাচ খেলে রোহিত

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ তাঁদের পকেটে। এক ম্যাচ বাকি রেখেই।

Must read

ইন্দোর, ১৫ জানুয়ারি : প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ তাঁদের পকেটে। এক ম্যাচ বাকি রেখেই। রোহিত শর্মা তাই স্বস্তিতে। তিনি আরও খুশি এজন্য যে, টি-২০ বিশ্বকাপের আগে তাঁর ছেলেরা সব বক্সে টিক করেছেন। কোথাও কোনও ফাঁক রাখেননি।

আরও পড়ুন-রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানের জন্য অনুদান অভিযান চলাকালীন সং.ঘর্ষে যোগীরাজ্যে মৃ.ত্যু

ইন্দোরে ম্যাচের পর রোহিত বলেন, দল এরকম খেললে গর্ব হয়। ছেলেদের সবার কাছে একটা পরিষ্কার ধারণা ছিল যে, কাকে কী করতে হবে। ওরা সেটা করেছে। মুখে বলা আর সেটা মাঠে নেমে করে দেখানো এক নয়। কিন্তু তাই হয়েছে। এইজন্য গর্ব হচ্ছে। শেষ দুই ম্যাচে আমরা অনেকগুলি বক্সে টিক করেছি।
হোলকার স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে যশস্বী জয়সোয়াল ও শিবম দুবে যথাক্রমে ৬৮ ও ৬৩ রান করে জয়ের রাস্তা পরিষ্কার করেছেন। রোহিত এই দুই তরুণকে নিয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, ওরা কয়েকবছর ধরে ভাল খেলছে। জসশ্বী টেস্টের পর টি-২০তেও ওর প্রতিভা দেখিয়েছে। ওর হাতে অনেক শট আছে। আর দুবে বড় চেহারার ক্রিকেটার। পাওয়ারফুল হিটার। স্পিনারদের মারতে পারে। ওর জন্য এটাই দায়িত্ব ছিল। পরপর দুই ম্যাচে দুবে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে।

আরও পড়ুন-শবরীমালা বার্ষিক মাকারাভিলাক্কু অনুষ্ঠানের জন্য প্রস্তুত

প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে রোহিত রবিবার ১৫০টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেললেন। যা নিয়ে তিনি এরপর আরও বলেছেন, দারুণ একটা অনুভূতি হচ্ছে। লম্বা সফর ছিল। যা ২০০৭-এ শুরু হয়েছিল। প্রত্যেকটি ম্যাচে আমি মাঠে থাকা উপভোগ করেছি।

Latest article