কুয়াশা-শীতের যুগলবন্দি, দিল্লিতে বিপর্যস্ত জনজীবন

শীতের দাপট থেকে রেহাই নেই। উল্টে দোসর ঘন কুয়াশাও। সোমবার কনকনে ঠান্ডার পাশাপাশি ঘন কুয়াশার দাপট দেখল দিল্লিবাসী।

Must read

প্রতিবেদন : শীতের দাপট থেকে রেহাই নেই। উল্টে দোসর ঘন কুয়াশাও। সোমবার কনকনে ঠান্ডার পাশাপাশি ঘন কুয়াশার দাপট দেখল দিল্লিবাসী। এদিন ভোরে শূন্যতে নেমে যায় রাজধানী শহরের দৃশ্যমানতা। তবে শুধু দিল্লিই নয়, এদিন ঘন কুয়াশার চাদরে মুখ ঢাকে দেশের একাধিক প্রান্ত। যার জেরে একদিকে যেমন ব্যাহত হয়েছে ট্রেন ও বিমান চলাচল, তেমনই প্রভাব পড়ে যান চলাচলেও। মৌসম ভবনের পরিসংখ্যান অনুযায়ী, সোমবারও দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

আরও পড়ুন-লম্বা সফর উপভোগ করেছি: ১৫০তম ম্যাচ খেলে রোহিত

রাজধানীর পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অংশে একই হাল। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কম দৃশ্যমানতার কারণে সকালের দিকে গাড়ি চালাতে সমস্যায় পড়েছেন চালকেরা। বিঘ্ন ঘটেছে বিমান ও ট্রেন চলাচলেও। ঠান্ডার কারণে ইতিমধ্যে পাঞ্জাবের ১৬টি এবং হরিয়ানার ৮টি জেলায় লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবারের পর পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে উত্তর ভারতের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পাবে আবার। এদিকে শৈত্যপ্রবাহের মধ্যেই সোমবার থেকে স্কুল খুলেছে দিল্লিতে।

Latest article