আইএনটিটিইউসি-র উদ্যোগে খুলল কারখানা

স্বস্তির শ্বাস শ্রমিকদের মধ্যে। বামুনাড়ার এক বেসরকারি কারখানা মেকেল ইস্পাত কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায় কতৃপক্ষের নির্দেশে।

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : বন্ধ কারখানা আবার চালু হল সোমবার। স্বস্তির শ্বাস শ্রমিকদের মধ্যে। বামুনাড়ার এক বেসরকারি কারখানা মেকেল ইস্পাত কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায় কতৃপক্ষের নির্দেশে। কারখানা বন্ধ হয়ে যাওয়ায় চরম আতান্তরে পড়েন শ্রমিকেরা। কারখানায় শ্রমিকেরা বিক্ষোভ দেখাতে শুরু করেন বিভিন্ন দাবিতে।

আরও পড়ুন-কুয়াশা-শীতের যুগলবন্দি, দিল্লিতে বিপর্যস্ত জনজীবন

শ্রমিকদের প্রধান দাবি ছিল, চার শ্রমিকের সাসপেনশন তুলে নিতে হবে, বহিরাগতদের নিয়োগ চলবে না, স্থানীয়দের নিয়োগ করতে হবে। শ্রমিক বিক্ষোভের জেরে কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ নেয়। সোমবার এক সাংবাদিক সম্মেলনে জেলা আইএনটিটিইউসি নেতা দীপঙ্কর লাহা বলেন, শ্রমমন্ত্রী মলয় ঘটকের নির্দেশে এই অচলাবস্থা কাটল। কর্তৃপক্ষের সদিচ্ছায় এবং শ্রমিকদের ইচ্ছায় এবং উভয়পক্ষের সহমতে কারখানা চালু হল। কারখানাটি বন্ধ ছিল ২২ ডিসেম্বর থেকে। দীপঙ্কর বলেন, তৃণমূল সরকারের আমলে বিনা কারণে কোনও কারখানা বন্ধ থাকবে, তা মেনে নিতে পারে না আইএনটিটিইউসি। আজই কারখানার গেটে টাঙিয়ে দেওয়া হয়েছে কারখানা চালু হওয়ার বিজ্ঞপ্তি, জানান শ্রমিকনেতা।

Latest article