ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাড়ি কালো কাপড়ে ঢাকলেন পরিবেশবিদরা!

Must read

সপরিবারে ছুটি কাটাতে আমেরিকায় গিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak’s House)। এই সময়েই বেনজির কাণ্ড ঘটালেন প্রতিবাদী পরিবেশবিদরা। সুনকের তেলনীতির প্রতিবাদ করে লন্ডনে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবন (Rishi Sunak’s House) কালো কাপড়ে মুড়ে দিলেন তাঁরা। পুলিশের সামনেই ঘটে এই অভিনব প্রতিবাদ। পরিবেশবিদদের বক্তব্য, বিশ্ব উষ্ণায়নের জেরে হিমবাহের বরফ গলে আটলান্টিক মহাসাগরে জলস্তরের ভারসাম্য নষ্ট হচ্ছে। সেই পরিস্থিতিতে উত্তরসাগরে তেল ও গ্যাস তুলতে শতাধিক লাইসেন্স অনুমোদন করেছেন সুনক। এতে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ব্যাহত হবে। এর প্রতিবাদ জানাতেই এই উদ্যোগ।

আরও পড়ুন- মণিপুর নিয়ে আলোচনায় অনীহা কেন? প্রশ্ন ইন্ডিয়ার

Latest article