প্রতিবেদন: প্রায় ৪ মাস ধরে জাতি হিংসায় দগ্ধ উত্তরপূর্বের রাজ্য মণিপুর (Manipur)। প্রাণে বাঁচতে সেখানে শরণার্থী শিবিরের আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ। তবে মণিপুরের ত্রাণ শিবিরগুলির অবস্থা এখন ভয়াবহ। অত্যন্ত ছোট জায়গায় গাদাগাদি করে মানুষের বাস এখানে। না আছে ভাল জলের ব্যবস্থা, না রয়েছে স্যানিটাইজেশনের সুবিধা। যার জেরে বাড়ছে অসুখ-বিসুখ। ডাক্তারদের আশঙ্কা, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে মহামারী ছড়িয়ে পড়তে পারে ত্রাণশিবিরে। মণিপুরের এই ভয়াবহ পরিস্থিতির জন্য সেখানকার বিজেপি সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস।
সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মণিপুরের (Manipur) এই শরণার্থী শিবিরে সংক্রমণ রোগের পাশাপাশি ব্যাপক আকার নিয়েছে ডেঙ্গি, ম্যালেরিয়া ও জাপানি এনসেফালাইটিসের মতো অসুখ। একটা সময়ে মণিপুরের স্বাস্থ্যমন্ত্রীর পদে থাকা ডাক্তার এম নারা সিং সংবাদমাধ্যমকে বলেন, আমি উদ্বিগ্ন। মহামারী ছড়িয়ে পড়তে পারে এখানে। বিশেষ করে ডেঙ্গু এবং জাপানি এনসেফালাইটিস। কারণ এই মরশুমে এই রোগের প্রাদুর্ভাব অত্যন্ত বেশি, অথচ তার বিরুদ্ধে প্রতিরোধমূলক কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না ত্রাণশিবিরে। পাশাপাশি তিনি বলেন, যথাযথ ব্যবস্থা ছাড়াই ত্রাণশিবিরে ৬০ হাজারের বেশি লোক গাদাগাদি করে রয়েছে। কোনওরকম সংক্রামক রোগ প্রতিরোধের ব্যবস্থাও নেই। যেকোনও সংক্রামক ব্যাধি দ্রুত ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যেই ম্যালেরিয়া আক্রান্তের বহু রিপোর্টও আসছে। মণিপুরের অবসরপ্রাপ্ত মেডিক্যাল অফিসার ডাঃ মঙ্গলেম সিং বলেন, এখানকার মাত্র কয়েকটি শিবিরে পাইপের মাধ্যমে জল সরবরাহ করা হয়। বেশিরভাগ জায়গাতেই জল অন্য জায়গা থেকে বহন করে আনতে হয়। তবে নানা জায়গায় অবরোধের কারণে এই জলের সরবরাহ ঠিকঠাক নেই। এবং সেই জলের মানও অত্যন্ত খারাপ। শুধু তাই নয়, দাঙ্গার জেরে সেখানে শিশুদের টিকা দেওয়ার কাজও বন্ধ হয়েছে। এমনকী ক্যাম্পগুলিতে খাবারের মানও ঠিকঠাক নেই। বেশিরভাগ সময়ই অত্যন্ত নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে শিশুদের। এমনকী সপ্তাহে একবারই প্রোটিনসমৃদ্ধ খাবার ডিম পায় শিশুরা। ভিটামিনসমৃদ্ধ খাবারের অভাবে নানান ধরণের অসুখ দেখা দিচ্ছে ত্রাণশিবিরে থাকা শিশুদের মধ্যে। যার মধ্যে অন্যতম হাম, ডায়েরিয়া, রক্তাল্পতা। এমনকী শিবিরে অবিলম্বে শিশুদের হামের টিকা দেওয়া প্রয়োজন বলেও জানাচ্ছেন ডাক্তাররা।
আরও পড়ুন- ইনি প্রধানমন্ত্রী না প্রচারমন্ত্রী? মুখে শুধু আমি আর আমি!
মণিপুরের স্বাস্থ্যব্যবস্থার এমন বেহাল অবস্থা প্রসঙ্গে সেখানকার বিজেপি সরকারকে তোপ দেগেছে তৃণমূল। তৃণমূলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, হিংসাবিধ্বস্ত মণিপুরে স্বাস্থ্য পরিষেবা পঙ্গু হয়ে পড়েছে! রাজ্যে ভয়াবহ হিংসা পরিস্থিতির পাশাপাশি অত্যন্ত ভয়াবহ স্বাস্থ্য সংকটের মুখোমুখি ত্রাণশিবিরে বসবাসকারী সাধারণ মানুষ। এটা স্পষ্ট যে এমন গুরুতর পরিস্থিতির সময়ে সেখনকার সরকার জনগণকে তাঁদের মৌলিক পরিষেবাটুকু দিতে ব্যর্থ। পাশাপাশি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে লেখা হয়েছে, নরেন্দ্র মোদি, আর কতদিন পার হলে মণিপুরের মানুষের দুর্দশার কথা আপনি স্বীকার করবেন?