৯ বিষয়ে আলোচনার দাবি সোনিয়ার

Must read

প্রতিবেদন: বিরোধীদের সঙ্গে আলোচনা না করেই ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ অধিবেশন ডাকা হয়েছে সংসদের উভয়কক্ষে। এই অধিবেশনে ৯টি বিষয়ে আলোচনার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। পাঁচদিনের বিশেষ অধিবেশনে মণিপুর জাতিসংঘর্ষ, কেন্দ্র-রাজ্য সম্পর্ক, আদানি গ্রুপের বিরুদ্ধে নতুন অভিযোগ-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার দাবি জানিয়ে বুধবার চিঠি পাঠান তিনি।

আরও পড়ুন-ইনি প্রধানমন্ত্রী না প্রচারমন্ত্রী? মুখে শুধু আমি আর আমি!

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi) লিখেছেন, আমি জানাতে চাই বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে কোনও আলোচনা না করেই ডাকা হয়েছে এই বিশেষ অধিবেশন। কী উদ্দেশ্যে এই অধিবেশন ডাকা হয়েছে সে বিষয়ে আমাদের কোনও ধারণা নেই। আমাদের যা জানানো হয়েছে, তা হল ৫ দিনের জন্য সরকারি কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য চলবে এই অধিবেশন। কংগ্রেস এই অধিবেশনে অংশ নেবে উল্লেখ করে ৯টি বিষয়ে আলোচনার দাবি জানান সোনিয়া। তিনি লিখেছেন, আমি আন্তরিকভাবে আশা করি গঠনমূলক লক্ষ্যে, সহযোগিতার মানসিকতা নিয়ে বিষয়গুলি নিয়ে আলোচনা এবং বিতর্কের জন্য নিয়ম মেনে উপযুক্ত সময় বরাদ্দ করা হবে সংসদে। যে ৯টি বিষয়ে কংগ্রেস নেত্রী আলোচনার দাবি জানিয়েছেন সেগুলি হল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, দেশ জুড়ে ক্রমবর্ধমান বেকারত্ব, সামাজিক বৈষম্য বৃদ্ধি এবং এমএসএমইগুলির দুর্দশা-সহ বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, কৃষিপণ্যের নূন্যতম সহায়কমূল্য, কৃষক সংগঠনগুলির উত্থাপিত অন্যান্য দাবি সম্পর্কে ভারত সরকারের প্রতিশ্রুতি, আদানি গোষ্ঠীর ব্যবসায়িক লেনদেন নিয়ে তদন্তের জন্য একটি জেপিসি গঠনের দাবি, মণিপুরের সাধারণ মানুষের ভয়াবহ অবস্থা, রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা ও সামাজিক সম্প্রীতিতে ভাঙন, হরিয়ানার মতো বিভিন্ন রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি, চিন কর্তৃক ভারতীয় ভূখণ্ড দখল এবং লাদাখ ও অরুণাচল প্রদেশ সীমান্তে চিনা আগ্রাসন, জনগণনা, কেন্দ্র-রাজ্য সম্পর্কের অবনতি, কিছু রাজ্যে ভয়াবহ বন্যা এবং অন্য রাজ্যে খরার কারণে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব ইত্যাদি। এই বিষয়গুলি গুরুত্ব দিয়ে বিশেষ অধিবেশনে আলোচিত হয় তার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।

Latest article