আক্রান্ত কমলেও উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু

দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা মঙ্গলবার অনেকটাই কমেছে। তবে সংক্রমণ কমলেও উদ্বেগ বাড়িয়েছে মৃতের সংখ্যা।

Must read

প্রতিবেদন : দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা মঙ্গলবার অনেকটাই কমেছে। তবে সংক্রমণ কমলেও উদ্বেগ বাড়িয়েছে মৃতের সংখ্যা। সোমবারের তুলনায় মঙ্গলবার করোনা আক্রান্তের সংখ্যা কমেছে ৫০ হাজারের বেশি। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৫ হাজার ৮৭৪ জন।

আরও পড়ুন-উদ্বেগজনক সুরজিৎ, পাশে রাজ্য সরকার

অন্যদিকে একদিনে করোনা কেড়ে নিয়েছে ৬১৪ জনের প্রাণ। সোমবারের তুলনায় মৃত্যুসংখ্যা অনেকটাই বেশি। তবে স্বস্তি দিয়ে কমেছে করোনা পজিটিভিটির হার। মঙ্গলবার সকালে দেশে করোনা পজিটিভিটির হার কমে হয়েছে ১৫.৫২ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৬৭ হাজার ৭৫৩ জন। সুস্থতার হার হয়েছে ৯৩.১৫ শতাংশ।

আরও পড়ুন-ভোটে প্রতিশ্রুতি গুরুতর সমস্যা, ক্ষুব্ধ মন্তব্য সুপ্রিম কোর্টের

গত এক মাসের মধ্যে এই প্রথম দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বাড়ল। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত দেশে করোনা আক্রান্ত চিকিৎসাধীন মানুষের সংখ্যা ২২ লক্ষ ৩৬ হাজার ৮৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ লক্ষ ৪৯ হাজার ১০৮ জনের। যতজনের নমুনা পরীক্ষা করা হয়েছে তার মধ্যে ১৫ শতাংশের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এই মুহূর্তে কর্নাটক ও মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি এখনও যথেষ্ট উদ্বেগজনক। যদিও এরই মধ্যে মহারাষ্ট্রে সোমবার থেকে সমস্ত স্কুল খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গোটা দেশে ১৬২.৯২ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। ১৫ থেকে ১৮ বছর বয়সিদের পাশাপাশি চলছে প্রবীণদের বুস্টার ডোজ দেওয়া।

Latest article