সংবাদদাতা, নামখানা :আবাস-দুর্নীতিতে নাম জড়াল মথুরাপুর সাংগঠনিক জেলা বিজেপির যুবমোর্চা সভাপতি বিপ্লব নায়েকের পরিবারের। অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনা জেলার ওই বিজেপি নেতার মা বাসন্তী নায়েক ও দাদা সুকুমার নায়েক আবাস যোজনায় দু’কিস্তিতে ১ লক্ষ ১০ হাজার করে টাকা পাওয়ার পরও বাড়ি তৈরি করেননি। অথচ সরকারি নথিতে নামখানা ব্লকের হরিপুরের বাসিন্দা দুজনের নামের সঙ্গে রয়েছে পাকা বাড়ির ছবি। এ নিয়ে বিজেপির অন্দরেও দুর্নীতির প্রশ্ন তুলে সরব হয়েছেন স্থানীয় নেতারা।
আরও পড়ুন-আজ দিনহাটায় ঘেরাও নিশীথের বাড়ি
হরিপুর এলাকার বিজেপি নেতা রাজীব দাস দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিপ্লবের বিরুদ্ধে আবাস-দুর্নীতি নিয়ে সরব হন। এরপরই রাজীবের বাড়িতে সঙ্গীসাথী নিয়ে চড়াও হন বিপ্লব। রাজীব বাড়ি না থাকায় তাঁর স্ত্রীকে হুমকি দেন বলে অভিযোগ রাজীবের স্ত্রী মণি দাসের। শুক্রবার নামখানা থানায় বিপ্লবের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেন তিনি। রাজীব দাসের অভিযোগ, ‘আমাদের নেতার পরিবারের নামে আবাস যোজনায় টাকা উঠে গেছে, কিন্তু বাড়ি তৈরি হয়নি। এ বিষয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছিলাম। সেজন্য আমার বাড়িতে এসে মারধরের হুমকি দিয়ে গেছেন। আমার পরিবার আতঙ্কিত।’
আরও পড়ুন-কার্লের জোড়া গোলে প্লে-অফে বাগান
বিপ্লব থাকেন বাবা-মায়ের সঙ্গে ভগ্নপ্রায় বাড়িতে। পাকা বাড়ি কোথায়? এই প্রশ্নে বিস্মিত হন বিপ্লবের বাবা বনবিহারী নায়েক। তিনি জানান, ‘ভিত তৈরি হয়েছিল। ইটও কেনা আছে। কিন্তু স্ত্রীর অসুস্থতার জন্য বাড়ি করা হয়নি।’ কিন্তু সরকারি নথিতে পাকা বাড়ির ছবিটি কী করে এল তা জানাতে পারেননি তিনি। একই গ্রামে থাকেন বিপ্লবের দাদা সুকুমার গায়েন। তিনি দক্ষিণ ভারতে চিকিৎসা করাতে গিয়েছেন। ছোট ভাই পরিতোষ নায়েক দায় এড়ানোর চেষ্টা করে জানান, ‘দাদা অসুস্থ থাকায় বাড়ি তৈরি সম্ভব হয়নি।’ নামখানার বিডিও শান্তনু সিংহ ঠাকুর এই দুর্নীতি নিয়ে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন।