ইভিএমের পরীক্ষা হল শুরু

Must read

প্রতিবেদন : কলকাতা ও হাওড়ার পুরভোট হবে ইভিএমেই। এ কথা স্পষ্ট হয়ে যাওয়ার পরই খোঁজ পড়েছে জমা থাকা ভোটযন্ত্রের। সেগুলোর ধুলো ঝেড়ে কার্যকারিতা পরীক্ষা করে দেখা শুরু হয়েছে। যার পোশাকি নাম ‘ফার্স্ট লেভেল চেকিং।’ শুক্রবার থেকেই ইভিএম পরীক্ষা শুরু হয়ে গেছে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর কলকাতা, হাওড়া-সহ গোটা রাজ্যের পুর ভোট হবে এম ওয়ান এবং এম টু সিরিজের ইভিএমে। ওই সিরিজের ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট যুক্ত থাকে না। রাজ্য নির্বাচন কমিশনের ভাঁড়ারে যা ইভিএম আছে, তা দিয়েই পুরভোট হয়ে যাবে। পুরনো মডেলের ইভিএমেই কলকাতা ও হাওড়ায় ভোট হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ইভিএমের পাশপাশি বুথের নিরাপত্তা নিয়েও মাথা ঘামাতে শুরু করেছে কমিশন। এ জন্য রাজ্য পুলিস কর্তাদের কী ধরনের পরিকল্পনা রয়েছে তাও জানতে চাওয়া হয়েছে। রাজ্য পুলিসের ডিজি মনোজ মালব্যকে কয়েকদিনের মধ্যে বুথ পাহারার জন্য নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত পরিকল্পনা জমা দিতে বলেছেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস।

আরও পড়ুন : হাওড়ায় এবার হবে ৫০-এ ৫০

আসন্ন কলকাতা ও হাওড়ার পুরভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজ্য নির্বাচন কমিশনকে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। কমিশনের চাহিদা মতো পর্যাপ্ত সশস্ত্র পুলিশ, ভোটকর্মী, বুথের পরিকাঠামো তৈরি করার আশ্বাস দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা। মঙ্গলবার পুরভোট নিয়ে কলকাতা হাইকোর্টের রায় বের হতে পারে। সেই দিকে তাকিয়ে রয়েছে কমিশন। রাজ্য সরকার উভয়পক্ষই। ওই রায়ে যদি ভোটের দিনক্ষণ নিয়ে নতুন কোনও নির্দেশিকা না থাকে, তাহলে ২৪ বা ২৫ নভেম্বর ভোটের বিজ্ঞপ্তি জারি হবে। সেদিন থেকেই চালু হবে আদর্শ আচরণবিধি।

Latest article