গ্রিন করিডর করে পরীক্ষার্থীকে কেন্দ্রে

লিভারের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি সিবিএসসির পরীক্ষার্থী। হাতে স্যালাইন, ২৪ ঘণ্টা চিকিৎসকদের মনিটর।

Must read

প্রতিবেদন : লিভারের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি সিবিএসসির পরীক্ষার্থী। হাতে স্যালাইন, ২৪ ঘণ্টা চিকিৎসকদের মনিটর। তার মধ্যেই পরীক্ষা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে সাউথ পয়েন্ট হাই স্কুলের ছাত্র কসবার বাসিন্দা সৌম্যাশিস দত্ত। কীভাবে এই অবস্থায় পরীক্ষা দেবে ছেলে? এই চিন্তা করতে করতেই স্নেহাশিসবাবু কসবা ট্রাফিক গার্ডের ওসি ইন্সপেক্টর অমরেশ ঘোষের সঙ্গে যোগাযোগ করেন। মুশকিল আসান করে পরিত্রাতা হয়ে পাশে দাঁড়ান ওসি। সাউথ ইস্ট ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর আশিস রায়কে পুরো বিষয়টির দায়িত্ব দেন তিনি।

আরও পড়ুন-অবসরের ইঙ্গিত দিলেন শিখর

পাইলট সমেত গ্রিন করিডর করে ১০ মিনিটের মধ্যে সৌম্যাশিসকে স্কুলে পৌঁছে দেওয়া হয়। পাইলট হিসেবে সঙ্গ দেন কসবা ট্রাফিক গার্ডের সার্জেন্ট সুজয় কুমার সাহা ও সাউথ ইস্ট ট্রাফিক গার্ডের সার্জেন্ট দেবজ্যোতি বিশ্বাস। পরীক্ষার পর সৌম্যাশিসকে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। ছেলের বেডের পাশে দাঁড়িয়ে স্নেহাশিসবাবু বললেন, ও যে পরীক্ষা দিতে পারবে ভাবতে পারিনি। পুলিশের সহযোগিতায় সম্ভব হয়েছে। প্রশাসনকে ধন্যবাদ জানানোর ভাষা নেই বলতে বলতেই আবেগে গলা বুজে আসে তাঁর।

Latest article