অবসরের ইঙ্গিত দিলেন শিখর

বিশ্বকাপের পরিকল্পনাতেও তিনি নেই, সেটা ভাল করেই জানেন। তাই খুলে না বললেও অবসর নিয়ে চিন্তাভাবনা শুরু করেছন তিনি।

Must read

নয়াদিল্লি, ২৭ ফেব্রয়ারি : প্রায় পাঁচ বছর ভারতীয় টেস্ট দলে সু়যোগ পেয়েছিলেন। ২০১৮ সালের পরে আর দেখা যায়নি শিখর ধাওয়ানকে। বিশ্বকাপের পরিকল্পনাতেও তিনি নেই, সেটা ভাল করেই জানেন। তাই খুলে না বললেও অবসর নিয়ে চিন্তাভাবনা শুরু করেছন তিনি। জাতীয় দলে সুযোগ না পেলেও রঞ্জি ট্রফি খেলেন না তিনি।

আরও পড়ুন-কেন্দ্রের অসহযোগিতা, জল কম হাওড়ায়

এই বিষয়ে সমালোচনা হলে তিনি বলেন, ‘‘ কেন রঞ্জি খেলব? আমি জানি আমার টেস্ট কেরিয়ার শেষ। গত কয়েক বছর ধরে আমি টেস্ট খেলার সুযোগ পাইনি। তা হলে অকারণে খেলব কেন।’’ তবে টি-২০ ও একদিনের ক্রিকেট কিছুদিন খেলতে চান তিনি। একথা অবশ্য জানিয়েছেন গব্বর। ধাওয়ান বলেন, ‘‘ঘরোয়া একদিনের ও টি-২০ ক্রিকেট খেলি। এই দুটোতে এখনও জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সেটা কতদিন খেলব তা জানা নেই।’’ পাশাপাশি তিনি বলেছেন, ‘‘জীবনে বয়স খুব গুরুত্বপূর্ণ। সবাই তরুণদের ওপর ভরসা রাখে। আমি সুযোগ পাব না। তাই ঘরোয়া ম্যাচ খেলি না।’’

Latest article