সংবাদদাতা, শান্তিনিকেতন : অফলাইনের পরিবর্তে অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ বিশ্বভারতীতে। বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং স্নাতকোত্তরের বিভিন্ন সেমিস্টারের পরীক্ষা ২০ জুন থেকে শুরু হয়েছে। অতিমারিতে সিলেবাস শেষ না হওয়া বা অফলাইন ক্লাস পর্যাপ্ত না হওয়ার যুক্তিতে অফলাইনের পরীক্ষার পরিবর্তে অনলাইন পরীক্ষার দাবি তুললেন পড়ুয়ারা। এই দাবিতে পদ্মভবন ও ভাষাভবনের সামনে দফায় দফায় বিক্ষোভ হয়। তালা মেরে দেওয়া হয় ভবনের প্রধান ফটকে। পরীক্ষার সঙ্গে যুক্ত শিক্ষকদের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
আরও পড়ুন-উদাসীন রেল, জলযন্ত্রণায় এবারেও যাত্রীরা
পরীক্ষা পিছল একদিন। বয়কটের জেরে বিশ্বভারতী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানাল, ২১ জুন থেকে ফের পরীক্ষার দিনস্থির হল। চলবে ৮ জুলাই পর্যন্ত। বিশ্বভারতী জানায়, চলতি বছরের ১২ থেকে ৩১ মার্চ পর্যন্ত অফলাইন পরীক্ষার দিনস্থির ছিল। পড়ুয়াদের অনুরোধে পরীক্ষার দিন পিছোয়। সেই সঙ্গে গ্রীষ্মের ছুটি কমিয়ে দেওয়া হয় এবং সিলেবাস সম্পূর্ণ করতে অতিরিক্ত ক্লাস নেওয়া হয়। পরীক্ষার্থীদের আন্তরিকভাবে অনুরোধ করা হয় পরিবর্তিত তারিখে পরীক্ষা দিতে।
আরও পড়ুন-সাসপেনশনের বিরুদ্ধে টোলপ্লাজায় বিক্ষোভ
পদ্মভবন, ভাষাভবনে অফলাইন পরীক্ষা ছিল। বিনয়ভবন ও শিক্ষাভবনে ইন্টারন্যাল ছিল। আন্দোলনের জেরে কোনওটাই হয়নি। কর্তৃপক্ষের বক্তব্য, পড়ুয়াদের দাবি মেনে এক মাস পরীক্ষা পিছনোর পরও অনলাইনে পরীক্ষার দাবি নিয়ে আন্দোলন ঠিক নয়। পড়ুয়াদের দাবি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা কোন মাধ্যমে নেওয়া হবে, তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক করবে। সেক্ষেত্রে কর্তৃপক্ষের অনলাইনে পরীক্ষা নেওয়া উচিত ছিল। ইতিমধ্যে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষার দাবি নাকচ করে। বিশ্বভারতী সেই পথেই হাঁটতে চেয়েছিল।