বকেয়া আদায়ে কেন্দ্র–রাজ্য অফিসারদের দ্রুত মিটিং, এবার সময়সীমা বেঁধেই সমস্যা সমাধানে জট ছাড়াতে জোর

সংসদে বৈঠক মুখ্যমন্ত্রী–প্রধানমন্ত্রীর

Must read

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি: আর অনির্দিষ্টকাল নয় এবার সময়সীমা বেঁধে দিয়ে বাংলার বকেয়া আদায় করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বাংলার ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা বকেয়া আদায়ে বুধবার সকাল ১১টায় সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ৯ জন সাংসদ। বৈঠকে ঠিক হয়েছে, বাংলার বকেয়া সমস্যার সমাধানের রাস্তা বের করতে কেন্দ্র ও রাজ্যের আধিকারিকরা নিজেদের মধ্যে বৈঠকে বসবেন। সেখানে রাজ্যের কাছে যা তথ্য চাইবে তা রাজ্যের তরফে দেওয়া হবে। কিন্তু অনির্দিষ্ট কালের জন্য আর বকেয়া ফেলে রাখা যাবে না। দ্রুত মিটিয়ে দিতে হবে বাংলার পাওনা-গণ্ডা। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যের বকেয়া হিসেব-সহ একটি তিন পাতার চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত রাজ্যের ৫ লক্ষ কোটি টাকা দেনা শোধের (বাম আমলের বোঝা) কথা যেমন বলা হয়েছে, তেমনি গত ১২ বছরে বাংলার জিএসডিপি ২০১০-’১১ অর্থবর্ষ থেকে ৪ লক্ষ ৬০ হাজার কোটি টাকা থেকে বেড়ে ২০২২-’২৩ অর্থবর্ষে বেড়ে হয়েছে ১৫ লক্ষ ৫৪ হাজার কোটি টাকা। আর্থিক প্রতিবন্ধকতা সত্ত্বেও বাংলার মানুষের জন্য প্রচুর সামাজিক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার যার সুফল মানুষ পান। কেন্দ্র টাকা না দিলেও যার একটিও বন্ধ করা হয়নি। রাজ্য সরকারের কোষাগার থেকেই অর্থের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও কেন্দ্রের কাছে ঠিক কোন খাতে কত টাকা পাওনা তার প্রতিটি তথ্য তুলে ধরা হয়েছে। যত দ্রুত সম্ভব বাংলার গরিব মানুষের বকেয়া মিটিয়ে দিতে অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- জোটের মুখ হিসেবে খাড়গের নাম প্রস্তাবের কারণ বিশ্লেষণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

২৫ মিনিটের বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বিজয়চকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা, হেলথ মিশনের টাকা, অর্থ কমিশনের টাকা— সব বন্ধ করে দিয়েছে। কেনও টাকা বাংলার মানুষকে দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। আমরা টাকা মিটিয়ে দিতে বলেছি। প্রধানমন্ত্রী সবটা মন দিয়ে শুনেছেন। মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) সংযোজন, এর আগে বাংলায় ১৫৫টি কেন্দ্রীয় দল ঘুরে গিয়েছে। তারা যেসব তথ্য-ব্যখ্যা চেয়েছে সব দেওয়া হয়েছে। এবার কেন্দ্র-রাজ্য অফিসাররা একসঙ্গে বৈঠকে বসবেন। আবারও তথ্য দেব যা চাইবে। কিন্তু একটা সময় বেঁধে দেওয়া হোক যে কতদিনের মধ্যে বাংলার বকেয়া মেটানো হবে।
বিজয়চকে সাংবাদিক বৈঠকের পরে তৃণমূলের সাংসদদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে কলকাতার বিমান ধরতে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন— সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, সুখেন্দুশেখর রায়, ডেরেক ও’ব্রায়েন, শতাব্দী রায়, জহর সরকার, নাদিমুল হক, প্রকাশচিক বড়াইক, সাজদা আহমেদ ও প্রতিমা মন্ডল।

Latest article