মুখ্যমন্ত্রীর পায়ের অবস্থা এখন কেমন খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

Must read

প্রতিবেদন : রাজ্যের বকেয়া নিয়ে আলোচনার শুরুতেই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী (Prime Minister- Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করলেন, আপনার পা এখন কেমন আছে? বুধবার সকাল ১১টা নাগাদ নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কক্ষের লাগোয়া কনফারেন্স রুমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ সাংসদরা প্রবেশ করার সঙ্গে সঙ্গেই এসে উপস্থিত হন প্রধানমন্ত্রী। শুরুতেই তিনি জিজ্ঞেস করেন, আপনার পা এখন কেমন আছে? যার উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, অনেকটাই ভাল আছে। তিনি এখন ঠিক আছেন— বলেন মুখ্যমন্ত্রী। তখন প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পায়ের যত্ন নিতে বলেন। এরপরই আলোচনা শুরু হয়। উল্লেখ্য, রাজনৈতিক সৌজন্য বরাবরই দেখিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার প্রধানমন্ত্রীও সেই সৌজন্য দেখালেন। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের প্রচারের সময় হেলিকপ্টার বিভ্রাটে প্রথম পায়ে আঘাত পেয়েছিলেন মুখ্যমন্ত্রী (Prime Minister- Chief Minister)। তার পরে গত সেপ্টেম্বরে স্পেন সফরের সময়ে সেই পায়ে আবার আঘাত লাগে।
জানা গেছে পুরো বৈঠকে রাজ্যের বকেয়া নিয়ে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা মন দিয়ে শোনেন প্রধানমন্ত্রী। পরে সংবাদমাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, সবকিছু শোনার পর প্রধানমন্ত্রী জানিয়েছেন খুব শীঘ্রই কেন্দ্র এবং রাজ্যের আধিকারিকদের মধ্যে একটি বৈঠক হবে, যেখানে এর সমাধানসূত্র বের করার চেষ্টা করা হবে।

আরও পড়ুন- বকেয়া আদায়ে কেন্দ্র–রাজ্য অফিসারদের দ্রুত মিটিং, এবার সময়সীমা বেঁধেই সমস্যা সমাধানে জট ছাড়াতে জোর

Latest article