অভিজ্ঞরা নতুনদের সঙ্গে নিয়ে নামলেন প্রচারে

ঝাড়গ্রামের পুরভোটে সব রাজনৈতিক দল প্রচারে নেমেছে। তবে তাদের থেকে যোজন দূরত্বে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : ঝাড়গ্রামের পুরভোটে সব রাজনৈতিক দল প্রচারে নেমেছে। তবে তাদের থেকে যোজন দূরত্বে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করে দিয়েছেন। দলের জেলা কমিটির নেতাদের ওয়ার্ড ধরে ধরে প্রার্থীদের নিয়ে প্রচারের দায়িত্ব ভাগ করে দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি দেবনাথ হাঁসদা, সহসভাপতি প্রসূন ষড়ঙ্গী। নতুন প্রার্থীদের নিয়ে প্রচারে জোর দেওয়া হয়েছে।

আরও পড়ুন-প্রথম দিনেই ভাল সাড়া

সুবক্তা, অভিজ্ঞ নেতাদের ওইসব ওয়ার্ডে প্রচারের ভার দেওয়া হয়েছে। মঙ্গলবার ১৬ নম্বর ওয়ার্ডে প্রার্থীকে সঙ্গে নিয়ে জোরদার প্রচার চালালেন প্রসূন ষড়ঙ্গী। এই ওয়ার্ডে প্রার্থী জেলা আদালতের পরিচিত আইনজীবী কৌশিক সিংহ। মুজিব নামে বেশি পরিচিত। মুজিব তৃণমূলের টিকিটে এবার প্রথম প্রার্থী। এদিন প্রসূন কর্মী ও প্রার্থী কৌশিক সিংহকে নিয়ে ১৬ নম্বর ওয়ার্ডের তিলকামাঝির মাঠ সংলগ্ন এলাকায় কল্পনা দাস, শিবানী দে-সহ বিভিন্ন বাসিন্দার বাড়ি যান। পরিচয় করান প্রার্থীকে।

আরও পড়ুন-তাঁত শিল্পমেলায় নজির, কোটি টাকার ব্যবসা

আবেদন জানান, মুখ্যমন্ত্রীর শান্তি আর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তাঁর মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার। এদিকে জেলা কমিটি থেকে দায়িত্ব দেওয়ার পর তৃণমূল নেতা রিঙ্কা মুখোপাধ্যায় ১২ ও ৯ নম্বর ওয়ার্ডের দুই দলীয় প্রার্থী মানসী ঘোষ ও প্রশান্ত রায়কে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি ঘোরেন। ১২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী কার্যালয়ও চালু করেন।

Latest article