ইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, ধৃত আপ সাংসদের

সঞ্জয় সিংয়ের দাবি, অন্য কোথাও স্থানান্তরিত না করে তাঁকে ইডি সদর দফতরেই জিজ্ঞাসাবাদ করা হোক এবং সেখানেই রাখা হোক।

Must read

প্রতিবেদন : আদালতে ইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া আপ সাংসদ সঞ্জয় সিং। দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে ইডির বিরুদ্ধে তিনি অভিযোগ করেন, সারারাত লকআপের বাইরে তাঁকে ঘুমোতে বাধ্য করেছে ইডি। গ্রেফতারির পর ইডি হেফাজতে সঞ্জয় সিংকে রাখা হলেও ইডির সদর দফতর থেকে তুঘলক রোড থানায় স্থানান্তর করা হয় তাঁকে। এর বিরোধিতায় আদালতে অভিযোগ করেছিলেন সঞ্জয়। সেই মামলাতেই এদিন আদালতে ইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে সরব রাজ্যসভার সাংসদ। শুধু তাই নয়, সঞ্জয়ের অভিযোগ, ইডি তাঁর উপর শারীরিক নির্যাতন করতে পারে।

আরও পড়ুন-দুর্গত এলাকা দেখলেন অরূপ, দুর্যোগেও কেন্দ্রের বরাদ্দ-রাজনীতি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

রাউজ অ্যাভিনিউ কোর্টে সঞ্জয় সিংয়ের আইনজীবী বলেন, আমরা যখন সঞ্জয় সিংয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তিনি বলেন, ইডি তাঁকে লকআপের বাইরে ঘুমোতে বাধ্য করেছে। লকআপে কীটনাশক দেওয়ার কারণে এমন করা হয়েছে বলে সঞ্জয় সিংকে বলা হয়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারক সঞ্জয় সিংকে বদলি করা হয়েছে কিনা জানতে চাইলে ইডির আইনজীবী বলেন, না, এখনও নয়। নিজের আবেদনে সঞ্জয় সিং ইডির সদর দফতর থেকে তুঘলক রোড থানায় স্থানান্তরের বিরোধিতা করেছিলেন। এ-প্রসঙ্গে ইডির তরফে জানানো হয়, ধৃতকে তুঘলক রোড থানায় স্থানান্তর করতে চাওয়া হয়। কারণ ইডি সদর দফতর-সহ লকআপে কীটনাশক স্প্রে করার বিষয় ছিল।

আরও পড়ুন-রাজ্যপালের পথের কাঁটা বিজেপির রাজনৈতিক চাপ, মন্ত্রীদের মিথ্যাচার, বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

সঞ্জয় সিংয়ের দাবি, অন্য কোথাও স্থানান্তরিত না করে তাঁকে ইডি সদর দফতরেই জিজ্ঞাসাবাদ করা হোক এবং সেখানেই রাখা হোক। সঞ্জয় সিং-এর আইনজীবী বলেন, সদর দফতরে একটি মাত্র লকআপ আছে বলে ইডি কি আমাদের সঙ্গে রসিকতা করছে? ইডি নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করে। যদিও পাল্টা ইডি আইনজীবী বলেন, সঞ্জয় সিংয়ের আইনজীবী যদি রাজনৈতিক বক্তব্য দিতে চান তবে তিনি আদালতের বাইরে সাংবাদিক সম্মেলন করতে পারেন। সবশেষে ইডি আদালতকে জানায়, কীটনাশকের কাজ শেষ হয়েছে এবং ধৃত সাংসদকে অন্য কোথাও স্থানান্তর করা হবে না।

Latest article