লাইফলাইন শেষ, চাঁদের দেশে চিরঘুমে বিক্রম-প্রজ্ঞান

চাঁদের দেশে একবার অন্ধকার হয়ে ফের আলো ওঠার পর সেই মেয়াদও শেষ হয়েছে। ৪ অক্টোবর চাঁদ আবার ডুবে গিয়েছে আঁধারে।

Must read

প্রতিবেদন : ইসরোর বিজ্ঞানীদের নিরলস উদ্যোগে ভারতের চন্দ্রযান-৩ ইতিহাস তৈরি করেছে। মহাকাশ গবেষণায় ইসরোর গৌরব কয়েক যোজন বাড়িয়ে চাঁদের দক্ষিণ মেরু স্পর্শ করেছে ভারতের ল্যান্ডার ও রোভার। তবে এবার সাঙ্গ হল চাঁদের মাটিতে দুই যন্ত্রের পদচারণা। চিরঘুমে ডুবল ল্যান্ডার ‘বিক্রম’ ও তার সঙ্গী ‘প্রজ্ঞান’। ইসরোর বিজ্ঞানীদের পাঠানো বার্তায় তারা আর সাড়া দেবে না। যদিও এর জন্য প্রস্তুতি ছিলই ইসরোর।

আরও পড়ুন-ইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, ধৃত আপ সাংসদের

চাঁদের দেশে একবার অন্ধকার হয়ে ফের আলো ওঠার পর সেই মেয়াদও শেষ হয়েছে। ৪ অক্টোবর চাঁদ আবার ডুবে গিয়েছে আঁধারে। ভারতের নাম চির-উজ্জ্বল করে রাখা চন্দ্রযান ৩-এর দুই কান্ডারির লাইফলাইনও ইতিমধ্যেই শেষ। এর আগের দফায় চাঁদে যখন দিনের আলো ছিল, সেই সময় ইসরোর তরফে বিক্রম ও প্রজ্ঞানকে সক্রিয় করার আপ্রাণ চেষ্টা করা হয়। যদিও তখন তা সম্ভব হয়নি। ফলে বিক্রম-প্রজ্ঞানের ভবিষ্যতে আর জেগে ওঠার কোনও সম্ভাবনাই নেই। গত ২৩ অগাস্ট সন্ধেয় ইতিহাসের পাতায় নাম তোলে ভারত। টানা সপ্তাহ দুই চাঁদের মাটি থেকে একাধিক তথ্য ইসরোকে পাঠিয়েছে রোভার প্রজ্ঞান। ইসরোর এই সাফল্যকে কুর্নিশ জানিয়েছে বিশ্বের তাবড় মহাকাশ গবেষণা সংস্থা। সেই বিক্রম আর প্রজ্ঞান এবার ইতিহাসের পাতায় পাকাপাকি জায়গা করে খবরের শিরোনাম থেকে বিদায় নিল। বিজ্ঞানীরা জানিয়ে দিলেন আর জাগবে না বিক্রম-প্রজ্ঞান। শেষ হয়ে গিয়েছে তাদের লাইফলাইন।

Latest article