আধার তথ্য ফাঁস-কাণ্ডে বিস্ফোরক তৃণমূল সাংসদ

Must read

কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল সাংসদ সাকেত গোখেলের (Saket Gokhale)। সামাজিক মাধ্যমে আধার নিরাপত্তা সম্পর্কিত তথ্য নিয়ে সংসদে অসত্য তথ্য পেশ করার অভিযোগ তুললেন তিনি। এক্স হ্যান্ডেলে সাকেত লিখেছেন, ‘সংসদে, মোদি সরকার আমার প্রশ্নের উত্তর দিয়েছে এবং আধার লঙ্ঘন অস্বীকার করেছে। এখন আইসিএমআর ডেটাবেস থেকে ডার্ক ওয়েবে ভারতীয়দের আধার এবং পাসপোর্টের বিবরণ ফাঁস করার জন্য ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজীব চন্দ্রশেখর, আপনার মন্ত্রক সংসদে মিথ্যা বলছে কেন? আপনি কি গোপন করছেন?’ প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ।

সদ্য আধার কার্ড ও পাসপোর্ট সংক্রান্ত ভারতীয়দের তথ্য ডার্ক ওয়েবে পাচার করার অভিযোগে ৪ জন গ্রেফতার হয়েছে। সেই গ্রেফতারির পরেই এই বিষয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দেগে পোস্ট করেন সাকেত গোখেল (Saket Gokhale)। জানা গিয়েছে, আইসিএমআর-এর ডেটা ব্যাঙ্ক থেকে এই তথ্য ফাঁস হয়েছে। কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছে, ৮১.৫ কোটি ভারতীয় নাগরিকের তথ্য ফাঁস হয়েছে।

আরও পড়ুন- লোকসভা থেকে সাসপেন্ড ৯ তৃণমূল সাংসদ-সহ ৩৩ বিরোধীদলের জনপ্রতিনিধি

ডার্ক ওয়েবে ভারতীয়দের আধার ও পাসপোর্টের তথ্য ফাঁসের ঘটনা নিয়ে মোদিকে তোপ দেগেছেন কংগ্রেস সাংসদ মণিকম ঠাকুর। তিনি চিঠিতে লিখেছেন, ‘আধার নম্বর-পাসপোর্টের বিবরণ সহ ৮১.৫ কোটি ভারতীয়ের তথ্য ডার্ক ওয়েবে বিক্রি করা হচ্ছে। এই খবর ভারতীয় নাগরিকদের সংবেদনশীল তথ্যের নিরাপত্তা এবং অখণ্ডতা সম্পর্কে প্রশ্ন তুলেছে।’

Latest article