ব্যর্থ বিজেপি সাংসদ, হাল ধরলেন শান্তা

যে কাজের জন্য আলিপুরদুয়ারের মানুষ জন বার্লাকে সাংসদ বানিয়ে লোকসভায় পাঠিয়েছিলেন। সেই কাজে তিনি সম্পূর্ণ ব্যর্থ।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : যে কাজের জন্য আলিপুরদুয়ারের মানুষ জন বার্লাকে সাংসদ বানিয়ে লোকসভায় পাঠিয়েছিলেন। সেই কাজে তিনি সম্পূর্ণ ব্যর্থ। ফলে তাঁরই লোকসভার মানুষের সমস্যা সমাধানে এবার হাল ধরতে হল তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রীকে। ভুটান সীমান্তবর্তী জয়গাঁও এলাকা নানান সমস্যায় জর্জরিত। যা নিয়ে বাসিন্দারা একাধিকবার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লাকে জানিয়েছিলেন। কাজ কিছুই হয়নি। করোনার দুঃসময় কাটিয়ে ফের ভুটানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন শুরু হয়েছে। তাতেই আর্থিক ক্ষতির মুখে ভারতীয় ব্যবসায়ীরা। তা নিয়েই সরব শান্তা। সমস্যা সমাধানে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি দিয়েছেন তিনি। এই সীমান্তবর্তী এলাকায় ভুটানি মুদ্রায় লেনদেন চলে।

আরও পড়ুন-বিজেপি ভোটের পাখি, পাশে থাকে তৃণমূলই, কৃষ্ণনগরে কর্মী-সম্মেলনে শশী পাঁজা

শান্তার অভিযোগ, দু বছর ভুটান বন্ধ করে রেখেছে আরটিজিএসের আর্থিক লেনদেন। ভুটানের মুদ্রা ভারতে অচল। ফলে ভারতীয় ব্যবসায়ীদের কাছে ভুটানের মুদ্রার পাহাড় জমলেও, সেগুলিকে তাঁরা টাকায় বদলাতে পারছেন না। অনেককে চড়া কমিশন দিয়ে বদলাতে হচ্ছে। তাছাড়াও ব্যবসার কাজে ভুটানে রাত কাটালেই মাথাপিছু দিতে হচ্ছে ১২০০ টাকা। গাড়ির জন্যে দিনে ৪৫০০ টাকা ও চালকপিছু ১২০০ টাকা। এখানেই শেষ নয়, ভুটানে গেলে ভারতীয় ব্যবসায়ীদের অতিরিক্ত খরচ করে থ্রি স্টার হোটেলে থাকতে বাধ্য করা হয়। এতেও অতিরিক্ত আর্থিক বোঝা চাপছে। ক্ষতি হচ্ছে বৈদেশিক বাণিজ্য। প্রভাব পড়ছে জয়গাঁর অর্থনীতিতে। শান্তার অভিযোগ, বারংবার ভুটানে নিযুক্ত ভারতীয় কনস্যুলেট জেনারেলের কাছে আবেদন করেও সমাধান হয়নি। বাধ্য হয়েই তিনি বিদেশমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন।

Latest article