কেপটাউনে আজ ভারত-পাক ম্যাচ

দুনিয়ার পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হল দক্ষিণ আফ্রিকার কেপটাউন। আরও পরিষ্কার করে বললে এখানকার বহুচর্চিত টেবল মাউন্টেন

Must read

কেপটাউন, ১১ ফেব্রুয়ারি : দুনিয়ার পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হল দক্ষিণ আফ্রিকার কেপটাউন। আরও পরিষ্কার করে বললে এখানকার বহুচর্চিত টেবল মাউন্টেন। কিন্তু এখানকার বাতাসে এখন বদলার গন্ধ। সৌন্দর্য-পিপাসুদের বেশ পিছনে ফেলে দিয়েছে মেয়েদের টি-২০ বিশ্বকাপ। যেখানে দ্রুত উত্তেজনার পারদ চড়ছে ভারত-পাক ম্যাচ ঘিরে।

আরও পড়ুন-ব্যর্থ বিজেপি সাংসদ, হাল ধরলেন শান্তা

কিসের বদলা? ব্যাখ্যা করা যাক। এশিয়া কাপে গত অক্টোবরে বাংলাদেশের সিলেটে পাকিস্তানের কাছে ১৩ রানে হেরে গিয়েছিল ভারত। তখন অপ্রত্যাশিত ফলই মনে হয়েছিল অনেকের। কিন্তু সেটা যে অপ্রত্যাশিত ফল, তা প্রমাণ করার দায় এবার ভারতের মেয়েদের। রবিবার এই কেপটাউনে টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। যাতে ভারত অবশ্য পরিষ্কার ফেভারিট।
নিউল্যান্ড ক্রিকেট মাঠে শেফালি-দীপ্তিদের নেমে পড়ার আগে চোট-আঘাত ভাবাচ্ছে ভারতীয় দলকে। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার সময় কাঁধে চোট পেয়েছিলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বাঁ হাতের আঙুলে চোট পেয়েছিলেন স্মৃতি মান্ধানা। হরমনপ্রীত এখন কিছুটা ভাল। তিনি পাকিস্তান ম্যাচে খেলবেন বলেই খবর। কিন্তু আঙুলের চোট
এই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে মান্ধানাকে। যেটা ভারতীয় দলের কাছে বেশ বড় ধাক্কা।

আরও পড়ুন-বিজেপি ভোটের পাখি, পাশে থাকে তৃণমূলই, কৃষ্ণনগরে কর্মী-সম্মেলনে শশী পাঁজা

মান্ধানার অনুপস্থিতিতে ভারতীয় ব্যাটিংকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব অধিনায়কের কাঁধে। হরমনপ্রীত ছাড়া শেফালি ভার্মা, যস্তিকা ভাটিয়া, জেমাইমা রডরিগেজ ও রিচা ঘোষের উপরেও বড় দায়িত্ব থাকছে। বোলিংয়ে দীপ্তি শর্মা ও রাধা যাদবও দলকে ভরসা জোগাচ্ছেন।
গত মাসে এই দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছেন ভারতের মেয়েরা। সেই দলে যাঁরা ছিলেন, তাদের মধ্যে শেফালি ও রিচা এই দলেও রয়েছেন। ছোটদের বিশ্বকাপ জেতা হয়ে গেলেও ভারতের মেয়েরা কখনও সিনিয়রদের বিশ্বকাপ হাতে তুলতে পারেননি। বারবার ফাইনালেই দৌড় শেষ হয়েছে হরমনপ্রীতদের। ফলে রবিবারের পাকিস্তান ম্যাচ ও এই টুর্নামেন্ট চ্যালেঞ্জ ভারতের কাছে।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতার পর শেফালি বলেছিলেন, তাঁর সামনে এখন লক্ষ্য হল সিনিয়রদের টি-২০ বিশ্বকাপ জেতা। পাকিস্তানকে হারাতে পারলে এই টুর্নামেন্টে মনোবল বাড়বে ভারতের। সেই সঙ্গে আগের হারের জবাবও দেওয়া হয়ে যাবে শেফালিদের।

Latest article