প্রতিবেদন : করোনা দেশের মানুষের জীবনে ব্যাপক প্রভাব ফেলেছে। করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটিরও বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন প্রায় ৫ লাখ মানুষ। করোনার কারণে অনাথ হয়েছে বহু শিশু। এই চরম বিপর্যয়ের দিনে সাধারণ মানুষকে কিছুটা সাহায্য করতেই সুপ্রিম কোর্ট কেন্দ্র রাজ্যগুলিকে করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল। শীর্ষ আদালতের নির্দেশ মেনে ক্ষতিপূরণ দেওয়া শুরু হয়েছিল। কিন্তু এরই মধ্যে সামনে এল জালিয়াতি চক্র।
আরও পড়ুন-এলআইসির আইপিও
অভিযোগ উঠেছে, বহু মানুষ করোনায় মৃত্যুর ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে সরকারের কাছ থেকে ক্ষতিপূরণের অর্থ হাতিয়ে নিচ্ছে। শীর্ষ আদালতকে বিষয়টি জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা। এতে রীতিমতো বিস্মিত ও ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। করোনায় মৃত্যুর ক্ষতিপূরণ সংক্রান্ত এক মামলার শুনানিতে সলিসিটর জেনারেল শীর্ষ আদালতে বিষয়টি জানান। এরপর বিচারপতি এম আর শাহ ও বিচারপতি বি ভি নাগারাথনার বেঞ্চ জানায়, কারা এবং কীভাবে এ ধরনের ভুয়ো সার্টিফিকেট তৈরি করছে তাদের যত শীঘ্র সম্ভব চিহ্নিত করতে হবে।
আরও পড়ুন-শিশুদের টিকাকরণ
বিচারপতি শাহ বলেন, আমরা কোনওদিন কল্পনাও করতে পারিনি যে, মৃত্যুর ভুয়ো শংসাপত্র দেখিয়ে ক্ষতিপূরণ দাবি করা হবে। ক্ষতিপূরণ দেওয়া একটি গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু সেই প্রকল্পেও যে এ ধরনের অপব্যবহার হবে তা কল্পনা করা যায় না। এই ভুয়ো চক্রের সঙ্গে যদি কোনও সরকারি আধিকারিক যুক্ত থাকেন তবে বিষয়টি আরও গুরুতর। তাই এ ব্যাপারে যথাযথ তদন্ত দ্রুত হওয়া প্রয়োজন।