তীব্র হচ্ছে বিজেপি–জেডিইউ দ্বন্দ্ব

বিহারে শাসক​ জোটের দুই শরিক বিজেপি ও জেডিইউ–এর মধ্যে দ্বন্দ্ব ক্রমশ তীব্র হচ্ছে৷ সোমবারই তার প্রকাশ্য প্রতিফলন দেখা গেল বিহার বিধানসভার ভিতরে৷

Must read

প্রতিবেদন : বিহারে শাসক​ জোটের দুই শরিক বিজেপি ও জেডিইউ–এর মধ্যে দ্বন্দ্ব ক্রমশ তীব্র হচ্ছে৷ সোমবারই তার প্রকাশ্য প্রতিফলন দেখা গেল বিহার বিধানসভার ভিতরে৷ খোদ স্পিকার বিজয় কুমার সিনহার সঙ্গে প্রবল তর্কে জড়িয়ে পড়লেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মুখ্যমন্ত্রী সেই সময় সেই সময় স্পিকারের উপর এতটাই ক্ষুব্ধ হন যে, তিনি বিজয় কুমারকে সংবিধান মেনে বিধানসভা চালানোর কথা বলেন। মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যের পর স্পিকার তাঁর দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করার চেষ্টা করেন।

আরও পড়ুন-ক্ষতিপূরণ পেতে করোনা মৃত্যুর ভুয়ো শংসাপত্র! তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

কিন্তু মুখ্যমন্ত্রী তাঁকে থামিয়ে দিয়ে বলেন, আপনি কি এভাবেই বিধানসভা চালাতে চান? কিন্তু আমি এটা হতে দেব না। বিধানসভায় এভাবে কোনও আলোচনা হয় না। অন্যদিকে স্পিকার মুখ্যমন্ত্রীকে পাল্টা বলেন, তিনি কোনওভাবেই আইনসভার অবমাননা মেনে নেবেন না। তাঁর মন্তব্য, আপনারাই আমাকে বিধানসভার স্পিকার বানিয়েছেন এটা ঠিক। কিন্তু এই চেয়ারে বসে আমি আমার এলাকার কোনও সমস্যার কথা বিধানসভায় বলতে পারব না এটা হয় না। উল্লেখ্য, এদিন বিধানসভায় বিজেপি বিধায়ক সঞ্জয় সারাওগি রাজ্য পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে সরব হলে তাঁকে সমর্থন করতে থাকেন স্পিকার৷ ক্রুদ্ধ হন মুখ্যমন্ত্রী৷

Latest article