কানাডায় ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু ৫ ভারতীয় পড়ুয়ার

ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়া ট্যুইট করে জানিয়েছেন, কানাডায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় পাঁচ ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে।

Must read

প্রতিবেদন : কানাডায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ ভারতীয় ছাত্রের। কানাডায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়া এই দুর্ঘটনার খবর জানিয়েছেন। শনিবার রাতে কানাডার অন্টারিওর ৪০১ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাভেলর ভ্যানের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচ ভারতীয় ছাত্রের মৃত্যু হয়। জখম হয়েছেন আরও দুই ছাত্র৷ ইতিমধ্যেই টরন্টোতে আহত পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় দূতাবাস। আহতদের সব ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছেন বিসারিয়া।

আরও পড়ুন-তীব্র হচ্ছে বিজেপি–জেডিইউ দ্বন্দ্ব

পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন জেসপিন্দর সিং, করণপাল সিং, হরপ্রীত সিং, পবন কুমার ও মোহিত চৌহান। মৃতদের সকলেরই বয়স ২১ থেকে ২৪-এর মধ্যে। হতাহতরা সকলেই মন্ট্রিল এবং গ্রেটার টরেন্টো এলাকার পড়ুয়া ছিলেন। গুরুতর আহত দুই ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, শনিবার ভোররাতে ওই ট্রাভেলরটি ৪০১ নম্বর জাতীয় সড়ক দিয়ে ছুটছিল। সে সময় একটি ট্রাক ওই ট্রাভেলরটিকে ধাক্কা মারে। এর ফলে ভারতীয় ছাত্রদের মৃত্যু হয়।

ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়া ট্যুইট করে জানিয়েছেন, কানাডায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় পাঁচ ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আছেন আরও দু’জন। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ট্যুইট করেছেন। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Latest article