চিনকে হুমকি

সোমবার আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভ্যান বলেন, সকলের সব আপত্তি উড়িয়ে দিয়ে রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে।

Must read

ইউক্রেনের বিরুদ্ধে একতরফাভাবে যুদ্ধ করে চলায় রাশিয়ার বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন। এই নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে। এই অবস্থায় রাশিয়াকে কোনওরকম সাহায্য করলে তার ফল ভুগতে হবে বলে চিনকে সরাসরি হুমকি দিল আমেরিকা।

আরও পড়ুন-কানাডায় ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু ৫ ভারতীয় পড়ুয়ার

সোমবার আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভ্যান বলেন, সকলের সব আপত্তি উড়িয়ে দিয়ে রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। সে কারণেই আমেরিকা, ব্রিটেন-সহ বিভিন্ন দেশ রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই অবস্থায় চিন যদি রাশিয়াকে সাহায্য করে তবে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সোমবার রোমে চিনা প্রতিনিধি ইয়াং জিয়েচির দের সঙ্গে বৈঠক করেন সুলিভ্যান। যদিও মার্কিন হুমকির পরিপ্রেক্ষিতে চিনের পক্ষ থেকে পাল্টা বলা হয়েছে, রাশিয়াকে এরকম কোনও সহায়তার পরিকল্পনা নেই শি জিনপিং সরকারের। আমেরিকা পরিকল্পিত কুৎসা রটাচ্ছে।

Latest article