কার্তিককে দেখে মাঠে ফিরতে ইচ্ছে করছে বলছেন মুগ্ধ ডি’ভিলিয়ার্স

দীনেশ কার্তিকের ব্যাটিংয়ে মুগ্ধ এবি ডি’ভিলিয়ার্স। এতটাই যে অবসর ভেঙে ফের ২২ গজে ফিরতে ইচ্ছে করছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকার

Must read

মুম্বই, ১৯ এপ্রিল : দীনেশ কার্তিকের ব্যাটিংয়ে মুগ্ধ এবি ডি’ভিলিয়ার্স। এতটাই যে অবসর ভেঙে ফের ২২ গজে ফিরতে ইচ্ছে করছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকার। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে এবারের আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন কার্তিক। ৬ ম্যাচে ২০৯.৫৭ স্ট্রাইক রেটে মোট ১৯৭ রান করেছেন তিনি। মুগ্ধ ডি’ভিলিয়ার্স বলছেন, ‘‘কার্তিক আদর্শ ‘৩৬০ ডিগ্রি’ ক্রিকেটার। উইকেটের চারদিকে শট নিতে পারে। ও ইতিমধ্যেই ২-৩টে ম্যাচ আরসিবিকে জিতিয়েছে। দেখে মনে হচ্ছে জীবনের সেরা ফর্মে রয়েছে।’’

আরও পড়ুন-গ্যাস, পেট্রোপণ্যের দামবৃদ্ধির অভিনব প্রতিবাদ আঁচ হেঁশেলে, কৃষিতে

প্রাক্তন আরসিবি তারকা আরও বলেন, ‘‘ওর ব্যাটিং দেখে আমার আবার মাঠে নামতে ইচ্ছে করছে। কার্তিকের খেলা আমাকে এতটাই উত্তেজিত করে। ও যদি নিজের ফর্ম ধরে রাখতে পারে, তাহলে আরসিবি এবারের টুর্নামেন্টে অনেকদূর এগোবে।’’ ডি’ভিলিয়ার্সের মতো কার্তিকে মজেছেন সুনীল গাভাসকরও। আগামী জুন মাসে ৩৭ বছরে পা রাখবেন কার্তিক। এই প্রসঙ্গে গাভাসকরের বক্তব্য, ‘‘আমি শুধু বলব, ওর বয়স না দেখে পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া হোক।’’ সানি আরও বলেন, ‘‘এবারের আইপিএলে ব্যাট হাতে প্রায় প্রত্যেক ম্যাচেই ওর ভূমিকা উল্লেখযোগ্য। একাই ম্যাচের রং পাল্টে দিচ্ছে। আসন্ন টি-২০ বিশ্বকাপেও ভারতের হয়ে ছয় বা সাত নম্বরে একই ভূমিকা পালন করতে পারে।’’

Latest article