মধ্যপ্রদেশে গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃ.ত ১৪

মধ্যপ্রদেশের ডিন্ডোরির শাহপুরা থানা ও বিচিয়া পুলিশ পোস্ট এলাকায় এই পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণের হারিয়ে ফেলে এবং উলটে যায়।

Must read

গভীর রাতে মধ্যপ্রদেশে (MadhyaPradesh) একটি পিকআপ ভ্যান উলটে যাওয়ার ফলে ১৪ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় ২১ জনের আহত হওয়ার খবরও প্রকাশ্যে এসেছে। অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়েছিল পিকআপ ভ্যানটি। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তাদের চিকিৎসা চলছে। মধ্যপ্রদেশের ডিন্ডোরির শাহপুরা থানা ও বিচিয়া পুলিশ পোস্ট এলাকায় এই পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণের হারিয়ে ফেলে এবং উলটে যায়।

আরও পড়ুন-আদালতের জট কাটতেই গ্রেফতার শাহজাহান

উল্লেখ্য, উত্তর ভারতে পিকআপ ভ্যানে করে সাধারণ মানুষ অনুষ্ঠানে যায়। সূত্রের খবর, দুর্ঘটনার শিকার ব্যক্তিরা একটি সাধের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথেই ঘটে যায় এই বিপর্যয়। খুব দ্রুত যাত্রীদের শাহপুরা কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হলেও কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। পুলিশ ঘটনার তদন্ত করছে।

আরও পড়ুন-কোচ ছাড়াই আজ পরীক্ষায় লাল-হলুদ

দুর্ঘটনার খবর পেয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর অফিস থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখা হয়, ‘ডিন্ডোরি জেলার ভয়াবহ দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এত জনের এই অকাল মৃত্যুর জন্য গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব। প্রয়াতদের আত্মার শান্তির কামনা করছেন তিনি। হতাহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। আহতদের যথাযথ চিকিৎসার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রিপরিষদ মন্ত্রী শ্রীমতি সম্পাতিয়া উইকে ডিন্ডোরি পৌঁছে গিয়েছেন।’

Latest article