আদালতের জট কাটতেই গ্রেফতার শাহজাহান

অবশেষে গ্রেফতার হলেন শাহজাহান

Must read

অবশেষে গ্রেফতার হলেন শাহজাহান (Sheikh Shahjahaan)। নিরাপত্তার ঘেরাটোপে এই মুহূর্তে বসিরহাট (Basirhat)।এই ঘটনায় এদিন পুলিশের ভূয়সী প্রশংসায় তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এদিন তিনি বলেন, আদালতের বাধার জন্যই এতদিন পুলিশ কাজ করতে পারেননি। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে সেই বাধা সরিয়েছে আদালত। আইনি বাঁধা কাটতেই সন্দেশখালির শেখ শাহজাহান গ্রেফতার হলেন। সন্দেশখালির আকুঞ্জিপাড়া থেকে গ্রেফতার করা হল তাঁকে। ৫৬ দিন অধরা ছিলেন তিনি। আজ, বৃহস্পতিবার তাকে গ্রেফতার করল পুলিশ। এর পরেই সন্দেশখালির ২৩টি এলাকায় ১৪৪ ধারা জারি হয়েছে।

আরও পড়ুন-কোচ ছাড়াই আজ পরীক্ষায় লাল-হলুদ

আপাতত বসিরহাট লকআপে রাখা হয়েছে শেখ শাহজাহানকে। প্রচুর পুলিশ আধিকারিক মোতায়েন রয়েছেন। এছাড়া সেখানে মহিলা পুলিশও আছে। গার্ডরেল বসানো হয়েছে। একাধিক পুলিশ কর্তা বসিরহাট মহকুমা আদালতে আসছেন। প্রসঙ্গত, গতকাল দুপুরের পর থেকে শেখ শাহজাহানের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তল্লাশি শুরু হয়। রাতে বিশাল পুলিশ বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় সম্পূর্ণ এলাকা। বৃহস্পতিবার ভোররাতে তাঁকে বসিরহাট আদালতের কোর্ট লকআপে নিয়ে আসা হয়েছে। জানা যাচ্ছে, আজ দুপুরে শাহজাহানকে বসিরহাট মহকুমা আদালতের মুখ্য বিচারকের এজলাসে পেশ করা হবে।

আরও পড়ুন-আজ ঝাড়গ্রামে ৯৫ প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী, শিলান্যাস ১৩৯-এর

উল্লেখ্য, আইনি জট নিয়ে গত রবিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘কোথাও কোনও সংশয় রাখবেন না, যে শাহজাহানকে আড়াল করা হচ্ছ। শাহজাহানকে যদি কেউ আড়াল করে, তাহলে সেটা জুডিশিয়ারি ডিপার্টমেন্ট।’ এই মর্মে কুণাল ঘোষও স্পষ্ট করেই বলেন আগামী সাত দিনের মধ্যেই গ্রেফতার হবেন শাহজাহান।

 

Latest article