সংবাদদাতা, কুলতলি : পোল্ট্রি ফার্মের আড়ালে অস্ত্র কারখানার হদিশ পেল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে অস্ত্র কারখানার (Arms Factory) খবর পায় পুলিশ। সেই খবরের সূত্র ধরেই শুক্রবার কুলতলির কুন্দখালি-গোদাবর গ্রাম পঞ্চায়েতের আন্ধারিয়া পূর্বপাড়ায় জনৈক মহিউদ্দিন সর্দারের বাড়িতে হানা দেয় পুলিশ। সেখানে অস্ত্র কারখানার হদিশ পায়। গত ছ’মাস আগে পোল্ট্রি ফার্ম শুরু করেছিল মহিউদ্দিন। সেই ফার্মের মধ্যে চলত লোহা কিনে নিয়ে এসে নতুন অস্ত্র তৈরি (Arms Factory)। ওই কারখানা থেকে পুলিশ আটটি নতুন দেশি পিস্তল, তিনটি পুরনো বন্দুক পাওয়া গিয়েছে। এছাড়া পিস্তল তৈরির নতুন যন্ত্রাংশ, ড্রিল মেশিন, করাত, হাতুড়ি উদ্ধার হয়েছে। পুলিশ ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে। মহিউদ্দিন কোথা থেকে অস্ত্র তৈরি শিখল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি তৈরি অস্ত্র কোথায় বিক্রি করা হত, তার হদিশ পেতে চাইছে। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু বলেন, ‘‘আমরা চাইছি এর পিছনে কারা আছে তা জানতে। কারণ এই অস্ত্র কারা কারা কিনত, কোন পথে বিক্রির জন্য যেত তা তদন্তের জন্য খুবই প্রয়োজন।’’