দাম নিয়ন্ত্রণে হানা এনফোর্সমেন্টের

Must read

সংবাদদাতা, বসিরহাট : মূল্যবৃদ্ধি নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার সবজি ও মাছ বাজারে হানা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট (ED) আধিকারিকদের। শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের পুরাতন ও নতুন বাজারে মাছ-মাংস ও সবজি বাজারে আসেন সরকারি আধিকারিকরা। যেভাবে দিনে দিনে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, তার ওপরে মাংস, মাছ ও সবজির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে সংশয় প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। পরবর্তীতে রাজ্য সরকার মাংস, মাছ, সবজির বাজার দাম নির্ধারণ করে দিয়েছিল। সাধারণ মানুষের কাছ থেকে ব্যবসায়ীরা মাছ, মাংস ও সবজির দাম ঠিকঠাক নিচ্ছেন কি না তা সরেজমিনে দেখলেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। কলকাতা থেকে ছয়জনের একটি প্রতিনিধি দল বসিরহাটের বিভিন্ন বাজারে হানা দেয়। বসিরহাটের মতোই জেলাস্তরে বিভিন্ন বাজারেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা নিয়মিত হানা দিচ্ছেন এবং প্রয়োজনীয় সবরকমের ব্যবস্থা নিচ্ছেন।

Latest article