প্রতিবেদন: বাবার দায়িত্বজ্ঞানহীন, অপরিণামদর্শী আচরণের বলি হল একরত্তি ছেলে। মোটাসোটা চেহারা ভাল দেখাচ্ছে না বলে নিজের ৬ বছরের ছেলেকে জিমে ভর্তি করিয়েছিলেন বাবা। তবে শুধু ভর্তি করেই থেমে থাকেননি তিনি। শিশুটির অনিচ্ছা সত্ত্বেও অত্যন্ত দ্রুত গতিতে ট্রেডমিলে তাকে দৌড়োতে বাধ্য করেছিলেন বাবা। সামলাতে না পেরে শেষপর্যন্ত মর্মান্তিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি।
আরও পড়ুন-বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাংলায়, জেলায় মৃত্যু হল ৬ জনের
আমেরিকার এই ঘটনায় অভিযুক্ত বাবার নাম ক্রিস্টোফার গ্রেগর, বয়স ৩১। আর তাঁর ৬ বছর বয়সি ছেলের নাম কোরি মিকিওলো। ঘটনাটি ২০২১ সালের বলে জানা গিয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতেই তিন বছর আগের এই মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে এসেছে। বাবার বিরুদ্ধে মামলা চলছে এখনও। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একজন বাবা ছেলের স্থূলতা কমানোর জন্য ঘণ্টার পর ঘণ্টা ধরে একটি ট্রেডমিলে শিশুটিকে দৌড়োনো চালিয়ে যেতে বাধ্য করেছিলেন। বাচ্চার মৃত্যুর পর মামলা কোর্টে উঠলে তার মা মর্মান্তিক ঘটনার ভিডিওটি দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন। অভিযুক্ত বাবার বিরুদ্ধে শিশুমৃত্যুর মামলাটি কোর্টে এখনও চলছে। আইন বিশেষজ্ঞদের মতে, এই ঘটনায় দোষী প্রমাণিত হলে অভিযুক্ত বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতেই হবে। এই ঘটনার ভিডিও এক্স-এ শেয়ার করেছেন আমেরিকার কলিন রাগ নামে এক ব্যক্তি। দেখা গিয়েছে, ট্রেডমিলের গতি বেড়ে যাওয়ায় ওই গতিতে ছোটার সামর্থ্য ছিল না শিশুটির। এক পর্যায়ে সে মেঝেতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। ঘটনার পরপরই শিশু কোরিকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন মা। সিটি স্ক্যানের সময়, শিশুটির হার্ট অ্যাটাক হয়েছিল এবং তারপরই মারা গিয়েছিল সে।