ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে আচমকা তল্লাশি মার্কিন গোয়েন্দা সংস্থার

Must read

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই আচমকাই তল্লাশি চালালো প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Ex US President Donald Trump) ফ্লোরিডার বাড়িতে। সরকারি গুরুত্বপূর্ণ নথি নিয়ে অনিয়মের অভিযোগে এই তল্লাশি চালায় এফবিআই। ফ্লোরিডার পাম বিচ এলাকার মার-এ-লাগো নামের বাড়িটি যখন এফবিআই সদস্যরা ঘিরে ফেলে, তখন ট্রাম্প নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে ছিলেন।

আরও পড়ুন: রাশিয়ার বিরুদ্ধে আণবিক সন্ত্রাসের অভিযোগ জেলেনস্কির

এফবিআই সদস্যরা তল্লাশির সময় একটি সিন্দুক ভাঙেন এবং ১৫ বাক্স নথি নিয়ে যান। ন্যাশনাল আর্কাইভের দাবি- উদ্ধার সামগ্রীর মধ্যে গুরুত্বপূর্ণ সরকারি নথিও রয়েছে। ট্রাম্প বলেছেন, এফবিআইয়ের এই অভিযান মার্কিন ইতিহাসের এক কালো অধ্যায়।

ট্রাম্পের (Ex US President Donald Trump) দাবি অতীতে এই তদন্তে সবধরনের তথ্য দিয়ে সহযোগিতা করেছেন তিনি। এই আকস্মিক অভিযানের প্রয়োজন ছিল না। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেন্ট থাকার সময় অনেক গুরুত্বপূর্ণ সরকারি নথি ফেরত না দেওয়া এমনকি ধ্বংস করে ফেলারও অভিযোগ রয়েছে। ফেব্রুয়ারিতে ট্রাম্পের বিরুদ্ধে এসব অভিযোগের বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেয় সরকারি নথি সংরক্ষণের দায়িত্বে থাকা ন্যাশনাল আর্কাইভস বিভাগ।

Latest article