বাংলার বকেয়া মেটানোর দাবি সুদীপের

Must read

নয়াদিল্লি : সময়ে বকেয়া না মিটিয়ে রাজ্যকে আর্থিকভাবে অবরুদ্ধ করছে কেন্দ্রীয় সরকার। এর ফলে বাংলার বিভিন্ন উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি মার খাচ্ছে। জিরো আওয়ারে রাজ্যের পাওনাগণ্ডা নিয়ে লোকসভায় বললেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (MP Sudip Bandyopadhyay)। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রাজ্যের বিভিন্ন খাতে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পাওনাগণ্ডা নিয়ে বারবার কেন্দ্রের কাছে দরবার করলেও কোনও ফল হয়নি।

আরও পড়ুন: নিয়োগ নেই, লক্ষাধিক শূন্যপদ

উল্লেখ্য, মাসখানেক আগেই ১০০ দিনের কাজের খাতে রাজ্যের বকেয়া দ্রুত মেটানোর দাবিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েতমন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (MP Sudip Bandyopadhyay) নেতৃত্বাধীন তৃণমূলের দশ সাংসদের প্রতিনিধিদল। ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী জবাব দেওয়ার আশ্বাস দিলেও এক মাস পর চার পাতার জবাব আসে। ইতিমধ্যেই দিল্লি সফরে রাজ্যের দাবিদাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। প্রধানমন্ত্রীর হাতে প্রকল্পের নাম-সহ রাজ্যের বকেয়া টাকার হিসেবপত্রও তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-সহ বিভিন্ন খাতে বাংলার বকেয়া রয়েছে ১ লক্ষ ৯৬৮ কোটি টাকা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই টাকা না মেটানোয় রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামের মানুষ। অবিলম্বে বকেয়া টাকা মেটানোর দাবি জানান মুখ্যমন্ত্রী। সেই একই দাবিতে এবার সংসদেও সরব হল তৃণমূল কংগ্রেস।

Latest article