প্রতিবেদন : বড়দিনের আগেই আমেরিকাবাসীর জন্য সতর্কবার্তা জারি করল দেশের আবহাওয়া দফতর। ওই সতর্কবার্তায় জানানো হয়েছে, বড়দিনের ঠিক আগেই সে দেশে আছড়ে পড়তে চলেছে শীতকালীন সুপার সাইক্লোন। তবে শুধু আমেরিকা নয়, এর ভয়ঙ্কর প্রভাব পড়তে চলেছে কানাডাতেও। আবহাওয়া দফতরের এই সতর্কবার্তার পর ভয়ঙ্কর তুষারঝড় বম্ব সাইক্লোনের আতঙ্কে কাঁপছে আমেরিকা। সাধারণত প্রতিবছরই ডিসেম্বরের শেষদিকে আমেরিকা ও কানাডায় বরফের ঘূর্ণিঝড় দেখা যায়। প্রবল ঠান্ডা ও তুষারঝড়ের কারণে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। ইতিমধ্যেই আমেরিকার একটা বড় অংশের তাপমাত্রা মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। কনকনে ঠান্ডার সঙ্গে ঝোড়ো হাওয়া মানুষকে কার্যত ঘরবন্দি করে ফেলেছে। বরফের পাহাড় জমেছে রাস্তাঘাটে। যান চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত। বাতিল করা হয়েছে প্রায় চার হাজার উড়ান।
আরও পড়ুন-বাংলার মুকেশ ৫ কোটিতে দিল্লিতে কেকেআরে শাকিব ও লিটন
মার্কিন আবহাওয়া দফতর জানিয়েছে, প্রশান্ত মহাসাগরের উত্তর-পশ্চিম দিক থেকে এই তুষারঝড় শুরু হয়েছে। যা ক্রমশই এগিয়ে আসেছে দেশের পূর্বাংশে। উত্তর আমেরিকার সব হ্রদ চলতি সপ্তাহেই সম্পূর্ণ জমে যাবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। বর্তমানে আমেরিকা ও কানাডায় শীতকালীন ছুটি চলছে। বড়দিনের উৎসব পালনের জন্য সর্বত্রই জোর গতিতে চলছে তোড়জোড়। কিন্তু আবহাওয়া দফতরের এই তুষারঝড়ের সর্তকতা সব পরিকল্পনাই ভেস্তে দিয়েছে। মাত্রাতিরিক্ত তুষারপাতের কারণে বহু জায়গাতেই ইতিমধ্যেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সড়ক পরিবহণ কার্যত থমকে। বন্ধ ট্রেন চলাচল। মানুষের একমাত্র ভরসা মেট্রো পরিষেবা। আগামী কয়েকদিন পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা৷