ইউক্রেনের শিশুদের পাশে ফেডেরার, মারে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের শিশুদের পাশে দাঁড়ালেন রজার ফেডেরার। তিনি এই শিশুদের পড়াশোনার জন্য পাঁচ লাখ ডলার সাহায্যের কথা ঘোষণা করেছেন।

Must read

জুরিখ, ১৯ মার্চ : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের শিশুদের পাশে দাঁড়ালেন রজার ফেডেরার। তিনি এই শিশুদের পড়াশোনার জন্য পাঁচ লাখ ডলার সাহায্যের কথা ঘোষণা করেছেন।
ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে সেখানে এখন ভয়ঙ্কর পরিস্থিতি। মানুষ গৃহহীন। শিশুরা স্কুলছাড়া। আর এটাই ভাবাচ্ছে ২০টি গ্র্যান্ডস্লাম খেতাব জয়ী টেনিস তারকাকে। তাই এইসব শিশুদের পঠনপাঠন শুরু করতে তিনি নিজের ফেডেরার ফাউন্ডেশন থেকে আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নিয়েছেন। ফেডেরার বলেছেন, ‘‘ইউক্রেনের শিশুরা যাতে এই অবস্থা থেকে বেরিয়ে পড়াশোনা করতে পারে, তাই এই অর্থ সাহায্য করছি।”

আরও পড়ুন-তরুণরা টেস্ট খেলছে না দেখে হতাশ লারা

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছিল। তারপর থেকে সেই দেশ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। ফেডেরার বলেছেন, ‘‘আমি ও আমার পরিবার যুদ্ধের ছবি দেখে ভেঙে পড়েছি। সাধারণ মানুষ এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে। ছয় লাখ শিশু স্কুলের বাইরে। আমরা শান্তি চাই।” ফেডেরার আরও বলেন, তাঁরও সন্তান রয়েছে। তাই ইউক্রেনের শিশুদের কথা ভেবে তাঁদের কষ্ট হচ্ছে। ২০২১-এর উইম্বলডনের পর থেকে ফেডেরার আর টেনিস কোর্টে নামেননি। এদিকে, আর এক টেনিস তারকা অ্যান্ডি মারে জানিয়েছেন, এবছরের বাকি সব টুর্নামেন্ট খেলে পাওয়া অর্থ তিনি ইউক্রেনের শিশুদের সাহায্যার্থে দেবেন।

Latest article