মানস দাস, মালদহ : কাশ্মীরে ডাল লেকের নৌকোবিহার পর্যটকেদের দারুণ পছন্দের। সেই ডাল লেকের নৌকোবিহারের অনুকরণে সেজে উঠেছে মালদহ জেলার কালিয়াচক ২ নং ব্লকের দুলালগঞ্জের ঢাব। এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে মস্ত বড় এক বিল। দূরে সবুজ বনানী। এই বিস্তৃত জলরাশি শুধু স্থানীয় মানুষই নয়, টেনে আনছে দূরের মানুষকেও। আর তাদের জন্যই সেজে উঠেছে গোটা এলাকা।
আরও পড়ুন-ত্রিপুরায় তৃণমূলের চব্বিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
লোকজনের ভিড় বাড়তেই দোকানিরা পশরা সাজিয়ে বিক্রি করছেন নানান সামগ্রী। বিল থেকে ওঠে প্রচুর মাছ। দিঘা–পুরীর মতো বিলের ধারে মিলছে সেই মাছভাজাও। প্রথম দর্শনেই যে কেউ দুলালগঞ্জের এই ঢাবের প্রেমে পড়তে বাধ্য। নৌকোবিহারের জন্য রঙিন সাজে সেজেছে নৌকো। ভ্রমণার্থীরা যাতে স্বচ্ছন্দে নৌকোবিহার করতে পারেন, তার সুব্যবস্থা করা হয়েছে। বছরের শুরুতেই তাই ভিড় জমিয়েছেন মানুষজন। জেলাবাসীর কাছে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠছে এই জায়গাটি। পুরাতন মালদহের ভাটরা
আরও পড়ুন-কোভিড আক্রান্ত অরূপ বিশ্বাস, ভর্তি বেসরকারি হাসপাতালে
বিলের মতো কালিয়াচক–২ ব্লকের বাঙ্গিটোলা গ্রামপঞ্চায়েতের জলাধার বিলের সৌন্দর্য স্থানীয় মানুষদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। দুলালগঞ্জের ঢাবে বর্ষা বাদে সবসময় একই রকম জলস্তর থাকে। দূরদূরান্ত থেকে মানুষজন আসছেন বলে ঢাবকে আরও আকর্ষণীয় করে তুলতে আসরে নেমেছে কালিয়াচক ২ নং ব্লক প্রশাসন। একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। বিডিও রমল সিংহ বিরদি জানান, কংক্রিটের ঘাট তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে। এলাকাটিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে ভবনাচিন্তা করছে স্থানীয় প্রশাসন।