প্রতিবেদন : রাজ্য সরকার চলতি উৎসবের মরশুমে রাজ্যের বন্ধ থাকা কারখানার শ্রমিকদের তিন মাসের বকেয়া ভাতা দেওয়া ছাড়াও আরও এক মাসের অতিরিক্ত উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে রাজ্যের ১৭০টি বন্ধ কারখানার প্রায় ২৭ হাজার শ্রমিক উপকৃত হবেন বলে শ্রমমন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন। তিন মাসের বকেয়া ভাতা সাড়ে চার হাজার টাকা-সহ একজন শ্রমিককে মোট ছ’হাজার টাকা করে দেওয়া হবে বলে তিনি জানান। এর ফলে শ্রম দফতরের সাড়ে ১২ হাজার কোটি টাকা খরচ হবে। অর্থ দফতর থেকে শেষ মুহূর্তে অনুমোদনের আশায় দুর্গোৎসবের পরিবর্তে আসন্ন দীপাবলি উৎসবের আগেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে দেওয়া হবে বলে মন্ত্রী জানিয়েছেন।
আরও পড়ুন-উৎসবের মরসুমে নাশকতার আশঙ্কায় দিল্লিতে জারি সতর্কবার্তা