শিলিগুড়িতে পঞ্চম মা ক্যান্টিন

উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার-সহ বরো চেয়ারম্যান ও কাউন্সিলররা। গৌতম দেব খাবারের মান যাচাই করতে নিজে বসে খাবার খেয়েছেন।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : উৎসবের মরশুমে দুঃস্থ মানুষের জন্য মানবিক উদ্যোগ শিলিগুড়ি পুরসভার। চালু হল পঞ্চম মা ক্যান্টিন। শিলিগুড়ি জংশন এলাকায় বৃহস্পতিবার মা ক্যান্টিনের উদ্বোধন করেন মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার-সহ বরো চেয়ারম্যান ও কাউন্সিলররা। গৌতম দেব খাবারের মান যাচাই করতে নিজে বসে খাবার খেয়েছেন।

আরও পড়ুন-৩০০ বছরের অভয়া দুর্গার নতুন মূর্তি গড়ে পুজো, কর্মকার বাড়ির পুজো

পুরনিগমের উদ্যোগে প্রায় এক বছর ধরে শিলিগুড়ি শহরে মোট চারটি মা ক্যান্টিন চালু করা হয়েছিল। পঞ্চম মা-ক্যান্টিন চালু হয়। পাঁচ টাকার বিনিময়ে পেট ভরে খাবার পাওয়া যাচ্ছে এই মা ক্যান্টিনে। মূলত মা ক্যান্টিনে পাওয়া যাচ্ছে ভাত-ডিম-সবজি ডাল ও পাপড়ভাজা। জংশন এলাকায় প্রতিদিন শিলিগুড়ি-সহ বাইরের প্রচুর মানুষ যাতায়াত করেন। তাঁদের জন্যই এই এলাকায় মা ক্যান্টিন চালু করা হয়েছে। তবে এদিন মেয়র গৌতম দেব বলেন, এক বছরে আমরা প্রায় পাঁচ লক্ষ প্লেট খাবার সাধারণ মানুষের হাতে তুলে দিতে পেরেছি। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই ক্যান্টিন চালাচ্ছেন। পরিষ্কার-পরিচ্ছন্নভাবে ও ভাল সুস্বাদু রান্না পরিবেশন করে থাকেন। আরও কয়েকটি মা ক্যান্টিন শিলিগুড়ি শহরে চালু করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

Latest article