হাংঝাউ, ৩০ সেপ্টেম্বর : ৯০ মিটার দূরত্ব অতিক্রমের থেকেও বেশি গুরুত্বপূর্ণ সোনা জেতা। এশিয়ান গেমসের ট্র্যাকে নামার আগে স্পষ্ট জানালেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। একই সঙ্গে নীরজের দাবি, তাঁর সবথেকে বড় প্রতিপক্ষ তিনি নিজেই!
গত এশিয়াডে সোনা জিতেছিলেন নীরজ (Neeraj Chopra)। শুধু তাই নয়, অলিম্পিক, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ গেমস, ডায়মন্ড লিগ, সব টুর্নামেন্টেই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন ভারতীয় তারকা। শনিবার মিডিয়ার মুখোমুখি হয়ে নীরজের বক্তব্য, গত এশিয়ান গেমসে সোনা জিতেছিলাম। এবারও সোনার পদকটা জিততে চাই। আমার লড়াইটা নিজের সঙ্গেই। নিজেকে ছাপিয়ে যেতে চাই। তিনি আরও বলেন, সবথেকে গুরুত্বপূর্ণ হল ধারাবাহিকতা। শুধু ম্যাচেই নয়, ট্রেনিংয়েও ধারাবাহিক থাকাটা জরুরি। টেকনিক ও থ্রোতে আরও উন্নতি করতে হবে। ট্রেনিংয়ে এই দুটো বিষয়ের উপর বাড়তি জোর দিচ্ছি।
আরও পড়ুন-জয় হাতছাড়া ডায়মন্ড হারবারের
ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার অতীতে বহুবার জানিয়েছেন, তাঁর লক্ষ্য ৯০ মিটার দূরত্ব অতিক্রম করা। ২০২২ সালে স্টোকহোম ডায়মন্ড লিগে ৮৯.৯৪ দূরে জ্যাভলিন ছুঁড়ে লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। এবারের এশিয়াডে কি লক্ষ্যপূরণ হবে? নীরজের বক্তব্য, আমি এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। তবে লক্ষ্যের খুব কাছাকাছি রয়েছি। আমি প্রস্তুতিতে বিশ্বাসী। যেদিন হবে, খুশি হব। যদিও কোনও তাড়াহুড়ো করতে চাই না। বরং ধারাবাহিকতায় জোর দিচ্ছি। গত বছর দুটো জাতীয় রেকর্ড গড়েছিলাম। এই বছরও নিজের পারফরম্যান্সে আমি খুশি। তবে চোটের জন্য কিছুদিন ট্র্যাকের বাইরে ছিলাম। আসন্ন এশিয়াডে নীরজের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের আর্শাদ নাদিম। যিনি বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো জিতেছেন। নীরজ বলছেন, আর্শাদ এমন এক প্রতিদ্বন্দ্বী, যার বিরুদ্ধে খেলতে নামলে নিজের সেরাটাই দিতে হবে।