জয় হাতছাড়া ডায়মন্ড হারবারের

ডায়মন্ড হারবার ২ ভবানীপুর ২

Must read

প্রতিবেদন : কলকাতা প্রিমিয়ার লিগে রানার্স হওয়ার সম্ভাবনা ধাক্কা খেল ডায়মন্ড হারবারের (DHFC vs Bhawanipur)। শনিবার নৈহাটি স্টেডিয়ামে ভবানীপুরের সঙ্গে ম্যাচ ২-২ ড্র করল কিবু ভিকুনার দল। শুরুতে পিছিয়ে পড়লেও পরে এগিয়ে থেকেও জয় হাতছাড়া করে ডায়মন্ড হারবার। চারটি গোলই হয়েছে ম্যাচের প্রধমার্ধে।
এদিনের ড্রয়ের ফলে গ্রুপ পর্ব ও সুপার সিক্স মিলিয়ে ডায়মন্ড হারবারের পয়েন্ট ১৫ ম্যাচে ৩৩। লিগ রানার্স হওয়ার দৌড়ে থাকা ইস্টবেঙ্গলের পয়েন্ট ১৪ ম্যাচে ৩৩। ডায়মন্ড হারবারের বাকি দু’টি ম্যাচ রয়েছে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। অন্যদিকে, লাল-হলুদ সুবিধাজনক জায়গায়। কারণ, তাদের সুপার সিক্সে খেলতে হবে আরও তিনটি ম্যাচ।

আরও পড়ুন- ইস্টবেঙ্গলের জয়ে নায়ক ক্লেটন

শনিবারের ম্যাচে ভবানীপুর (DHFC vs Bhawanipur) শুরুতেই এগিয়ে যায়। গোল করেন জিতেন মুর্মু। পিছিয়ে পড়ে আরও মরিয়া হয়ে আক্রমণে ঝাঁজ বাড়ায় ডায়মন্ড হারবার। কিন্তু দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে দ্রুত ম্যাচে ফেরে কিবুর দল। ৩২ মিনিটে ভবানীপুর বক্সে হ্যান্ডবল হওয়ার জন্য পেনাল্টি পায় ডায়মন্ড হারবার। গোল করে দলকে সমতায় ফেরান এবারের লিগে অন্যতম সেরা স্ট্রাইকার রাহুল পাসোয়ান।

মিনিট চারেক পর ৩৬ মিনিটে রশিদের বিশ্বমানের একটি গোলে এগিয়ে যায় যায় ডায়মন্ড হারবার। ডানদিক থেকে নেওয়া রশিদের অসাধারণ একটি ইনসুইঙ্গার জালে জড়িয়ে যায়। প্রথমার্ধে আধিপত্য ছিল কিবুর ছেলেদেরই। কিন্তু ডিফেন্সের মুহূর্তের ভুলে গোল হজম করে ডায়মন্ড হারবার। বিরতির আগেই গোলশোধ করে ভবানীপুর। গোলদাতা ভানলালবিয়া ছাংতে। ২-২ স্কোরলাইন দ্বিতীয়ার্ধেও বদলায়নি।
দ্বিতীয়ার্ধে দু’দলই তুল্যমূল্য লড়াই করে। মূলত মাঝমাঠে খেলা সীমাবদ্ধ থাকলেও ডায়মন্ড হারবার গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু গোটা ম্যাচে সুযোগ নষ্টের খেসারত দিয়ে তিন পয়েন্ট হাতছাড়া করে ডায়মন্ড হারবার।

Latest article