চণ্ডীগড়, ৮ এপ্রিল : মঙ্গলবার আইপিএলে পাঞ্জাব কিংসের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ। দুটো দলই চারটে করে ম্যাচ খেলে দু’টি জয় পেয়েছে। তবে নেট রানরেটে পাঞ্জাবের থেকে এগিয়ে সানরাইজার্স। দুই প্রতিদ্বন্দ্বী শিবিরই নিজেদের শেষ ম্যাচ জিতেছে। তাই দুটো দলেরই লক্ষ্য টানা দ্বিতীয় দ্বিতীয় জয়।
সমস্যা হল, হায়দরাবাদ ও পাঞ্জাব উভয়েই ধারাবাহিকতার অভাবে ভুগছে। নিজেদের দিনে এরা যে কোনও দলকে সমস্যায় ফেলতে পারে। আবার খারাপ দিনে জঘন্য পারফরম্যান্স করে হারতেও পারে। পাঞ্জাবের ব্যাটিং অনেকটাই অধিনায়ক শিখর ধাওয়ান এবং ওপেনার জনি বেয়ারস্টোর উপর নির্ভরশীল। তবে মঙ্গলবারের ম্যাচে আলাদা করে সবার নজর থাকবে শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মার দিকে। শেষ ম্যাচে গুজরাটের বিরুদ্ধে দুশো রান তাড়া করেও পাঞ্জাবের জয়ের নায়ক ছিলেন এই দুই
অখ্যাত ব্যাটার।
আরও পড়ুন-অন্তত একবার নাদালের সঙ্গে খেলতে চাই : জকো
অন্যদিকে, হায়দরাবাদেরও প্রধান শক্তি ব্যাটিং। ট্র্যাভিস হেড, হেনরিখ ক্লাসেন, এইডেন মার্করাম, অভিষেক শর্মারা নিজের দিনে একাই দলকে জেতানোর ক্ষমতা রাখেন। তবে এঁদের প্রত্যেকেই ধারাবাহিকতার অভাবে ভুগছেন। পাশাপাশি অভিজ্ঞ ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের ফর্ম চিন্তায় রাখছে হায়দরাবাদকে। বোলিং নিয়েও সমস্যা রয়েছে হায়দরাবাদের। অধিনায়ক প্যাট কামিন্স এখনও পর্যন্ত নিজের সেরা ফর্মে ফেরেননি। ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকট, টি নটরাজনের মতো অভিজ্ঞ পেসাররাও ছন্দে নেই। পাঞ্জাবেরও বোলিং নিয়ে সমস্যা রয়েছে। কাগিসো রাবাডা, স্যাম কারেন, অর্শদীপ সিংরা এখনও পর্যন্ত নিজেদের নামের প্রতি পুরোপুরি সুবিচার করতে পারেননি। তবে পাঞ্জাবের জন্য সুখবর, চোট সারিয়ে এই ম্যাচে ফিরছেন মারকুটে ব্যাটার লিয়াম লিভিংস্টোন।