দু-তরফের অভিযোগের তদন্ত শুরু করল ভূপতিনগর পুলিশ

এই সার্কেল ইনস্পেক্টর সোমবার তদন্তের জন্য মহিলা পুলিশ সঙ্গে নিয়ে নাড়ুয়াবিলা গ্রামে যান। মনোব্রতর স্ত্রী মণির বাড়িতেও যায় পুলিশের এই দল।

Must read

সংবাদদাতা, ভূপতিনগর : এনআইএ টিম এবং সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভূপতিনগর থানায় দায়ের হওয়া শ্লীলতাহানির মামলা এবং গ্রামবাসীদের বিরুদ্ধে এনআইএর দায়ের করা মামলার তদন্ত শুরু করল ভূপতিনগর থানার পুলিশ। ইতিমধ্যে এনআইএ-র হাতে ধৃত তৃণমূল কংগ্রেসের নাড়ুয়াবিলা বুথ সভাপতি মনোব্রত জানার স্ত্রী মণি জানা ভূপতিনগর থানায় যে মামলা করেছেন, তার তদন্তকারী অফিসার হয়েছেন সপ্তমকুমার ঘোষ। এছাড়া এনআইএ যে মামলা করেছিল, সেই মামলার প্রথমে তদন্তকারী অফিসার ছিলেন একজন সাব-ইনস্পেক্টর। তাঁকে পরিবর্তন করে জেলা পুলিশ ভূপতিনগরের সার্কেল ইনস্পেক্টর শ্যামল চক্রবর্তীকে দায়িত্ব দেয়।

আরও পড়ুন-বারাণসী ছেড়ে বাংলায় দাঁড়ান প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ কল্যাণের

এই সার্কেল ইনস্পেক্টর সোমবার তদন্তের জন্য মহিলা পুলিশ সঙ্গে নিয়ে নাড়ুয়াবিলা গ্রামে যান। মনোব্রতর স্ত্রী মণির বাড়িতেও যায় পুলিশের এই দল। মণিকে সেদিনের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। প্রতিবেশী লোকেদের সঙ্গেও পুলিশ কথা বলে। সেদিন রাতে এনআইএ-র হানা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। এদিন সে নিয়ে গ্রামবাসীদের বক্তব্যও নথিভুক্ত করে পুলিশ। আবার, মণি জানা এনআইএ টিম এবং সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধর, হুমকি, জোর করে বাড়িতে ঢোকা, ভাঙচুর করার অভিযোগ করেছেন থানায়। কীভাবে তাঁর উপর নির্যাতন হয়েছিল, এফআইআরে তার বিস্তারিত বিবরণ দিয়েছেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে ভূপতিনগর থানার পুলিশ ইতিমধ্যে আইপিসির ৪৪৮/ ৪২৭/ ৩২৫/ ৩৫৪/ ৩৫৪ বি/ ৫০৯/৩৪ ধারায় মামলা দায়ের করেছে। সেই ঘটনা নিয়েও তদন্ত শুরু করেছে ভূপতিনগর থানার পুলিশ।

Latest article