অবশেষে জয় বাংলাদেশের, ম্যাথুজের আউট নিয়ে বিতর্ক

সেই সুযোগ নিয়ে টাইমড আউটের আবেদন করেন শাকিব। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী নতুন ব্যাটারকে দু’মিনিটের মধ্যে বল খেলার জন্য তৈরি হতে হবে

Must read

নয়াদিল্লি, ৬ নভেম্বর : টানা ছয় ম্যাচ হারের পর, অবশেষে চলতি বিশ্বকাপে জয়ে ফিরল বাংলাদেশ। সোমবার শাকিব আল হাসান ও নাজমুল হোসেনের ঝোড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে তারা। তবে এই জয় নেহাতই নিয়মরক্ষার। হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল শ্রীলঙ্কাও।

আরও পড়ুন-রাজ্যপালরা কি ভুলে গেলেন তাঁরা আদৌ নির্বাচিত নন? কড়া ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

রান তাড়া করতে নেমে দ্রুত তানজিদ হাসানের (৯) ও লিটন দাসের (২৩) উইকেট হারিয়েছিল বাংলাদেশ। যদিও দ্বিতীয় উইকেটে ১৬৯ রান যোগ করে মোড় ঘুরিয়ে দেন নাজমুল ও শাকিব। কিন্তু শাকিব ৮২ রানে ও নাজমুল ৯০ রানে আউট হতেই ফের চাপে পড়ে যায় বাংলাদেশ। এরপর দ্রুত আরও কয়েকটি উইকেট পড়ে গিয়েছিল। যদিও ৫৩ বল হাতে রেখেই জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।

আরও পড়ুন-অস্থায়ী উপাচার্যকে কড়া চিঠি দিল রাজ্যের শিক্ষা দফতর

তবে ম্যাচের যাবতীয় প্রচার কেড়ে নিল অ্যাঞ্জেলো ম্যাথুজের আউট নিয়ে বিতর্ক। বিশ্বের প্রথম ব্যাটার হিসাবে এদিন ‘টাইমড আউট’ হয়ে কোনও বল খেলার আগেই প্যাভিলিয়নে ফেরেন ম্যাথুজ। ঘটনার সূত্রপাত, শ্রীলঙ্কার ইনিংসের ২৫তম ওভারে। সাদিরা সমারাবিক্রমা আউট হওয়ার পর ক্রিজে পা রেখেছিলেন ম্যাথুজ। হঠাৎ করেই তিনি লক্ষ্য করেন, হেলমেটের স্ট্র্যাপ ছেঁড়া। ফলে নতুন হেলমেটের জন্য ড্রেসিংরুমের দিকে ইশারা করেন। কিন্তু সময় একটু বেশি লেগে গিয়েছিল।

আরও পড়ুন-কবিকে অপমান, বিজেপিকে মানুষ বঙ্গোপসাগরে ফেলবে, ধরনামঞ্চে তোপ দাগলেন তৃণাঙ্কুর

সেই সুযোগ নিয়ে টাইমড আউটের আবেদন করেন শাকিব। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী নতুন ব্যাটারকে দু’মিনিটের মধ্যে বল খেলার জন্য তৈরি হতে হবে। ম্যাথুজের ক্ষেত্রে তার থেকে বেশি সময় লাগায় আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন। যদিও এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ম্যাথুজ। আম্পারায়দের সঙ্গে বেশ কিছুটা সময় তর্ক করেন তিনি। দৃশ্যতই ক্ষুব্ধ ম্যাথুজ সাজঘরে ফেরার পথে হেলমেট ছুঁড়ে ফেলেন।

আরও পড়ুন-পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে বাজারে টাস্ক ফোর্সের হানা

এদিকে, শাকিবদের টাইমড আউটের আবেদন নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ক্রিকেট দুনিয়ায়। গৌতম গম্ভীর, ওয়াকার ইউনিসরা এই ঘটনাকে কড়া ভাষায় নিন্দা করেছেন। শ্রীলঙ্কা স্কোরবোর্ডে লড়াই করার মতো রান তুলেছিল, তারজন্য কৃতিত্ব প্রাপ্য চারিথা আসালাঙ্কার। তিনি ১০৫ বলে ১০৮ রানের দায়িত্বপূর্ণ ইনিংস খেলে দেন।

Latest article