মৃত কৃষকদের আর্থিক সহায়তা, কৃষি দফতরের বরাদ্দ আশি কোটি টাকা

কৃষি দফতরের দেওয়া তথ্য অনুসারে, ২০২৩–২৪ অর্থ বছরে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই রকম ৩৪ হাজার পরিবারকে ৬৮০ কোটি টাকা দেওয়া হয়েছে।

Must read

প্রতিবেদন : ৪ হাজার মৃত কৃষকের পরিবারের আর্থিক সহায়তার জন্য ৮০ কোটি টাকা বরাদ্দ করল কৃষি দপ্তর। ফেব্রুয়ারি মাসে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এই অর্থ দেওয়া হল। ওই পরিবারগুলির হাতে খুব দ্রুত এই টাকা তুলে দেওয়া হবে। প্রকল্প অনুযায়ী পরিবার পিছু দেওয়া হবে ২ লক্ষ টাকা করে। কৃষি দফতরের দেওয়া তথ্য অনুসারে, ২০২৩–২৪ অর্থ বছরে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই রকম ৩৪ হাজার পরিবারকে ৬৮০ কোটি টাকা দেওয়া হয়েছে।

আরও পড়ুন-এক ম্যাচ নির্বাসনে রোনাল্ডো

কৃষকবন্ধু প্রকল্পে কৃষি কাজে আর্থিক সহায়তা নেওয়ার জন্য এখনও পর্যন্ত বর্গাদার-সহ ১ কোটি ৩ লক্ষ ৫০ হাজারেরও বেশি কৃষক এই প্রকল্পের আওতায় নাম লিখিয়েছেন। এর মধ্যে ২০২৩–২৪ রবি মরশুমে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ হাজার ৮১৫ কোটি টাকা চলে গিয়েছে। অষ্টম দুয়ারে সরকার শিবির এবং সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচিতে কৃষকবন্ধু প্রকল্পে ২ লক্ষ ৫০ হাজার জনের আবেদনপত্র অনুমোদিত হয়েছে। যাঁদের আবেদন অনুমোদন পেয়েছে, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও টাকা ঢুকে গেছে। দফতর সূত্রে পাওয়া তথ্য অনুসারে, ২০১৯ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেন। সূচনার দিন থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত ১ লক্ষ ৭ হাজারের বেশি মৃত কৃষকের পরিবারকে ২ হাজার ১৪০ কোটি আর্থিক সহযোগিতা করা হয়েছে।

Latest article