চিকিৎসকের সাফল্য জোড়া লাগল আঙুল

কিছুদিন আগে ঝালদা থানার ঘসড়া গ্ৰামের বৃকোদর মাহাতোর চার বছরের ছেলে সুরজ দা দিয়ে আখ কাটতে গিয়ে বাঁ হাতের তর্জনীর মাথাটি কেটে ফেলে।

Must read

সংবাদদাতা, পুরুলিয়া :‌ কথায় কথায় কলকাতায় রোগী না পাঠিয়ে জেলার হাসপাতালগুলোকে উন্নত করার কথা বারবার বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথা রাখল পুরুলিয়া সদর হাসপাতাল। সেখানকার চিকিৎসক পবন মণ্ডল একটি চার বছরের শিশুর দু আধখানা হয়ে যাওয়া আঙুল জোড়া লাগিয়ে দিয়েছেন। শিশুটি এখন প্রায় সুস্থ।

আরও পড়ুন-কিভাবে ভোট জানতে চাইল হাইকোর্ট

কিছুদিন আগে ঝালদা থানার ঘসড়া গ্ৰামের বৃকোদর মাহাতোর চার বছরের ছেলে সুরজ দা দিয়ে আখ কাটতে গিয়ে বাঁ হাতের তর্জনীর মাথাটি কেটে ফেলে। পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে ডাঃ মণ্ডল দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। আঙুল কম্পোজিট ‌গ্র‌াফটিং করে জোড়া লাগান। ২০১৫ সালেও তিনি একজনের কাটা আঙুল জোড়া লাগিয়ে ছিলেন। শিশুটি এখধ জোড়া লাগা আঙুলটি নাড়াতে পারে বলে জানিয়েছেন শিশুটির বাবা।

Latest article