কিভাবে ভোট জানতে চাইল হাইকোর্ট

আগামী দু’একদিনের মধ্যেই চূড়ান্ত ফয়সালা শোনাতে পারে আদালত।

Must read

প্রতিবেদন : কলকাতা হাইকোর্টে পুর নির্বাচন সংক্রান্ত মামলার নিষ্পত্তি হল না। মামলার শুনানি শেষ হয়েছে বৃহস্পতিবার। কিন্তু কিছু কিছু বিষয় এখনও স্পষ্ট না হওয়ায় রায়দান স্থগিত রাখেন বিচারপতি। আগামী দু’একদিনের মধ্যেই চূড়ান্ত ফয়সালা শোনাতে পারে আদালত। শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর ও বিধান নগর এই চার পুরসভায় আগামী ২২ জানুয়ারি ভোটগ্রহণ।

আরও পড়ুন-অসুস্থ নারায়ণ দেবনাথ হাসপাতালে

সেখানকার করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার আদালতে হলফনামা জমা দিয়েছে রাজ্য। করোনা কালে ভোট করানোর জন্য পর্যাপ্ত কর্মী রয়েছে কি না, সেই সংক্রান্ত হলফনামা জমা পড়ে কমিশনের তরফেও। মামলার শুনানিতে প্রশ্ন ওঠে নির্বাচন কেন এই কোভিড আবহে স্থগিত করা যাবে না, তা নিয়ে। সেখানে কমিশনের আইনজীবী জানান, স্বতঃপ্রণোদিত ভাবে কমিশন নির্বাচন স্থগিত করা নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারে না। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই তা নেওয়া সম্ভব। আবার রাজ্যের আইনজীবী জানান, রাজ্য মতামত দিতে পারে মাত্র। চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কমিশনই।

Latest article